১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বয়স্কদের মতো শিশুরাও করোনা ছড়ায়!

-

বয়স্কদের মতো শিশুরাও করোনা ছড়াতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়ায় করা নতুন এক গবেষণায় দেখা গেছে, ১০ বছরের চেয়ে ছোট শিশুরা করোনা তেমন ছড়ায় না। তবে ১০ বছরের বড় শিশুরা, বিশেষ করে ১৯ বছর বয়সী পর্যন্ত শিশুরা প্রাপ্তবয়স্কদের মতোই পরিবারের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জার্নালে সংক্রামক রোগ বিষয়ক এ গবেষণা প্রকাশ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিনহুয়া।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষকরা গত ২০ জানুয়ারি থেকে ২৭ মার্চের মধ্যে দেশটিতে করোনা আক্রান্ত ৫ হাজার ৭০৬ জন রোগীর সান্নিধ্যে আসা ৫৯ হাজার ৭৩ জনের রিপোর্ট পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন।

গবেষকরা জানান, স্কুল পড়ুয়া শিশুদের মাধ্যমে পরিবারের মধ্যে সর্বোচ্চ কোভিড-১৯ সংক্রমণের হার ১৮.৬ শতাংশ।

মিনেসোটা ইউনিভার্সিটির জিডিজ এক্সপার্ট মিশেল অস্টারহম বলেন, ‘আমি আতঙ্কিত কারণ অনেকে ভাবেন যে, শিশুরা প্রাপ্তবয়স্কদের মত করোনা আক্রান্ত হয় না এবং ছড়ায় না। অথচ শিশুদের সংখ্যা কিন্তু তেমন কমও না। তাদের মাধ্যমেও করোনা ছড়াচ্ছে।’

হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ডা. আশিষ ঝা বলেন, ‘নতুন এই সমীক্ষাটি খুব সাবধানতার সাথে করা হয়েছে।’

সূত্র : নিউইয়র্ক টাইমস


আরো সংবাদ



premium cement