২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অত্যাবশকীয় নয়, এমন স্টাফদের বাসা থেকে কাজ করতে বলেছে জাতিসঙ্ঘ

-

নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরের যে সব স্টাফের উপস্থিত থাকা একেবারে অত্যাবশকীয় নয়, তাদের কমপক্ষে তিন সপ্তাহ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জাতিসঙ্ঘ শুক্রবার এমন ঘোষণা দেয়। খবর এএফপি’র।

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসঙ্ঘ সদরদফতরে আমাদের সরাসরি উপস্থিতি কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্টাফদের উদ্দেশে দেয়া এক পৃথক বার্তায় তিনি বলেন, ‘আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখার বিষয়টি আমি সর্বোচ্চভাবে গুরুত্ব দিচ্ছি। আমার চাওয়া আপনারা নিরাপদ ও সুস্থ থাকুন।’

নিউইয়র্কে জাতিসঙ্ঘের প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারি রয়েছে।

এ সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষায় ফিলিপাইনের এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছে। জাতিসঙ্ঘ সদরদফতরে এই প্রথম কোনো কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়লো।

করোনাভাইরাস রোধের প্রচেষ্টায় বিশ্বের অনেক সংগঠন ও কোম্পানি তাদের স্টাফদের দেশে পাঠিয়েছে।


আরো সংবাদ



premium cement