ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২৪, ১৪:০৪
বরিশালের কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
রোববার (১৬ জুন) গড়িয়ারপাড়ে গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সোহাগ (১৮) ও অন্যজনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন জিয়াউল করিম (৩৩), জাহাঙ্গীর মোল্লা (৪৫), একরামুল (২৬), আরিফ (৩০) ও ইমন (৩০)।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে ব্যাপারী পরিবহনের একটি বাস বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। সে সময় গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক মহাসড়কে থামানো ছিল। বাসটি থেমে থাকা ওই ট্রাকের পিছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে ট্রাকটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।
বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলে জানান লোকমান হোসেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা