রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২৪, ২২:০৮
রাজধানীর গাবতলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রেজাউল (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রেজাউল দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের আনছার আলীর ছেলে।
আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী শামসুদ্দিন হাবিব বলেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বেড়িবাঁধ স্লুইসগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িটি রেজাউলকে ধাক্কা দেয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সোহরাওয়ার্দী হাসপাতাল নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে মারা যান তিনি।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরো বলেন, ওই রিকশাচালক ঢাকায় থাকলেও তার পরিবার দিনাজপুরের গ্রামের বাড়িতে থাকেন। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা