২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে জাতীয় যুব হকির ২৭তম আসর

- ছবি : ইউএনবি

বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্ট। ৫২টি জেলা, চারটি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) মোট ৫৭টি জেলা দলের অংশগ্রহণে ঢাকাসহ মোট ৯টি ভেন্যুতে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ঢাকা বনাম শরিয়তপুর জেলার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসর। গ্রুপটির বাকি দলটি হলো- গাজীপুর জেলা।

বিকেএসপি, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা দল নিয়ে ‘খ’ গ্রুপের বাছাই পর্বও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এরপর ক্রমান্বয়ে ময়মনসিংহ, নড়াইল, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর ও জয়পুরহাটে অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্ব।

টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ভিভিআইপি হলে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন এসময় উপস্থিত ছিলেন।

আগামী ২২ অক্টোবরের মধ্যে টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ করার সিদ্ধান্ত নেয়া হলেও চূড়ান্ত পর্বের আগে রয়েছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বিরতি। আজকের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ।

তিনি বলেন, ‘অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ফ্রাঞ্চাইজি হকি লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে। ওই টুর্নামেন্টের জন্য যুব হকির চূড়ান্ত পর্ব খানিকটা বিলম্ব হবে।’

প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর বৈঠকের মাধ্যমে পরবর্তী পর্বের সূচি প্রণয়ন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল যুব হকির ২৬তম আসরটি। তিন বছর বিরতির পর ফের মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্টটি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সংবাদ-রাজনৈতিক বিষয়বস্তু কমিয়ে দেয়ায় ফেসবুক নিউজ ট্যাব থাকছে না জুনের মধ্যে তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে : প্রতিমন্ত্রী চট্টগ্রামে জুতার কারখানায় আগুন সাকিবের প্রশংসায় পোথাস আদমদীঘিতে ২৩০ চালকল বন্ধ : বেকার ৭ হাজার শ্রমিক সাকিবে উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সকল