২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০, ১৩ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

পানিশূন্যতায় করণীয়

-

আমাদের শরীরের জন্য পানি অপরিহার্য। পানি ছাড়া জীবন চিন্তাই করা যায় না। কিন্তু মহান আল্লাহর হুকুম পালন করতে আমরা দীর্ঘ সময় পানাহার ছাড়াই থাকি। পানীয় অনেকক্ষণ পান করা হয় না বলেই রমজানে পানিশূন্যতা দেখা দিতে পারে। কিন্তু আমরা যেন সহজেই পানিশূন্যতায় না ভুগি সে জন্য মহান আল্লাহ তায়ালা আমাদের শরীরে বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন। কিডনি সে কাজ করে। আমরা যখন পানি কম খাই কিডনি যেটি রেচনের কাজ করে তা কম পরিমাণে মূত্র প্রস্তুত করে। ফলে শরীরে পানিশূন্যতা কম দেখা দেয়। রমজানে এ কাজটিই হয়। তাই আমরা সহজেই পানিশূন্যতায় ভুগি না। তারপরও কিছু কিছু টিপস মেনে চললে পানিশূন্যতা হয় না বললেই চলে।

প্রথমত. ইফতারির পর আমাদের প্রচুর পানি পান করতে হবে। ইফতারির পর থেকে সাহরি পর্যন্ত সারাদিনে যে পরিমাণ পানি দরকার তা পান করতে হবে। যদি পানি কম পান করা হয় তাহলে কিন্তু পানিশূন্যতা দেখা দিতে পারে। ইফতারি খেজুর দিয়ে শুরু করা স্বাস্থ্যকর। এরপরই কিন্তু পানীয় বেশি পরিমাণে পান করতে হবে। জুস, ডাবের পানি, শরবত, পানির পাশাপাশি পান করতে পারেন। তারাবিহ নামাজে পানি নিয়ে যান। নামাজের ফাঁকে ফাঁকে পানি পান করুন। যদি ঘাম বেশি হয়, রক্তচাপ কম থাকে তাহলে ওরস্যালাইন পান করতে পারেন। সাহরিতেও পানি বেশি করে পান করুন।

চা, কফি বেশি পান করলে প্রসাব বেশি হবে তাই পানিশূন্যতায় আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে। তাই রমজানে চা-কফি পান কমিয়ে দিন।
ঘাম বেশি হলেও কিন্তু পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই রোদে ভারী কাজ করবেন না।
রমজানে বেশি করে পানি ও পানীয় পান করুন, সুস্থ থাকুন।


আরো সংবাদ



premium cement
স্বপ্ন দেখাচ্ছেন লিটন-তামিম জুনিয়র অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন : অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশের ইলিশ পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের বাজারে, গেল কোথায়? মিরসরাইয়ে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ, নিহত ১ বিএনপি দেশটাকে আন্তর্জাতিক রাজনীতির ক্রীড়াক্ষেত্রে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী শেখ হাসিনা জেলে বসেই উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন : আইনমন্ত্রী কক্সবাজারে স্পিডবোট উল্টে নারী নিহত, উদ্ধার ২৩ মিরসরাইয়ে বিএনপি-আ’লীগের সংঘর্ষে নিহত ১ ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৯৩ হবিগঞ্জে বজ্রপাতে ২ নারীর মৃত্যু, আহত ১ বিশ্বকাপে হাজির পাকিস্তানের ‘সুপারফ্যান’ বশির চাচা

সকল