২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা - ছবি : নয়া দিগন্ত

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাতের শিফটে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে ডায়ালাইসিস চালু করা হবে। রাতের চতুর্থ শিফট (রাত ৮টা ৩০ মিনিট) ও পঞ্চম শিফটে (রাত ২টায়) রোগীদের জন্য প্রতি সেশনে এক হাজার টাকায় ডায়ালাইসিস সেবা দেয়া হবে। তবে ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে।’

বার্তায় আরো জানানো হয়, ‘সারাদেশে ডায়ালাইসিসব্যবস্থা আজ বিপর্যস্ত। গত কয়েক দিনে পত্র-পত্রিকা ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকার রোগীদের কান্নাকাটির একটা অসহনীয় অবস্থা পরিলক্ষিত হয়েছে। এ অবস্থার প্রতি লক্ষ্য করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ওই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে প্রতি রাতে ১০০ জন রোগীকে এ সুবিধা দেয়া হবে।’

উল্লেখ্য, বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা বিভিন্ন চিকিৎসার সুব্যবস্থা আছে।

যোগাযোগ : ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি ১৪/ই, রোড ৬, ধানমন্ডি ঢাকা, ১২০৫। পিবিএক্স: +৮৮০২৪১০৬০৯৩০-৮, +৮৮০১৭০৯৬৬৩৯৯৪,

সরাসরি : কামরুল হাসান, রোগীর সহায়তা কার্যক্রম ইনচার্জ, মোবাইল +৮৮০১৪০১১৯৮০১২।

-প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement