২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্টেম সেল থেকে কর্নিয়া

-

কর্নিয়া সংযোজন করে বিশ্বে বিপুলসংখ্যক অন্ধের অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়া সম্ভব। মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত ব্যক্তির চোখ থেকে কর্নিয়া সংগ্রহ করতে হয়। এ জন্য প্রয়োজন মৃত ব্যক্তির অনুমোদন। কিন্তু কর্নিয়া দানের জন্য বিশ্ববাসী এখনো এতটা আগ্রহী বা মোটিভেটেড হয়নি। ফলে প্রতি বছর যে পরিমাণ কর্নিয়ার প্রয়োজন পড়ে তার খুব অল্প পরিমাণে সংগৃহীত হয়। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে স্টেম সেল। বিজ্ঞানীদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল এটি। অবশেষে ‘ইউনিভার্সিটি সিনসিনেট স্কুল অব মেডিসিনের’ অধ্যাপক ওয়াশিংটন কো আবিষ্কার করেছেন মানুষের আমবিলিক্যাল কর্ড বা নাভীরুজ্জুর স্টেম সেল চোখের অস্বচ্ছ কর্নিয়াকে স্বচ্ছ করে অন্ধত্ব দূর করে। সম্প্রতি ‘আমেরিকান সোসাইটি অব সেল বায়োলজি’ জার্নালে এ তথ্য প্রকাশিত হয়েছে। কো গবেষণাগারে ইঁদুরের ওপর গবেষণা করেন। তিনি মানুষের নাভীরুজ্জুর স্টেম সেল নিয়ে ইঁদুরের চোখে প্রতিস্থাপন করে দেখতে পান যে কর্নিয়ার অস্বচ্ছতার কারণে অন্ধ ইঁদুরগুলো ঠিক মতো দেখতে পাচ্ছে। মানুষের কোষ ইঁদুরের শরীরে অবাঞ্ছিত বলে এ কোষের বিরুদ্ধে ইমিউন রিয়েকশন হওয়ার কথা থাকলেও দীর্ঘ তিন মাসে তা হয়নি। গবেষকরা আশা প্রকাশ করছেন, এটি মানুষের চোখের ক্ষেত্রেও প্রযোজ্য।
তিনি আরো আশা করেন, স্টেম সেল থেকে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব। নাভীরুজ্জু থেকে স্টেম সেল আলাদা করে, সংরক্ষণ ও প্রচুর পরিমাণে স্টেম সেল উৎপাদন করা সম্ভব বলে এ চিকিৎসা সহজলভ্য হবে।
রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর


আরো সংবাদ



premium cement