২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাতাসের মাধ্যমে ছড়ায় কোভিড!‌

বাতাসের মাধ্যমে ছড়ায় কোভিড!‌ - ছবি : সংগৃহীত

সারা দুনিয়ায় রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল চলেছে। এর মধ্যে বারবার প্রশ্ন উঠছে, করোনা কি বাতাসে ছড়ায়?‌ একদল গবেষক মনে করেন এটাই ঠিক। অন্য দল মনে করেন না। তবে এবার এই বিষয়ে আরো জোরালো প্রমাণ পেশ করা হলো মেডিক্যাল জার্নাল ল্যানসেট–এ। সেখানে বলা হয়েছে, সার্স-কোভ-২ ভাইরাসটি বাতাসে ছড়ায়। এই ভাইরাসের কারণেই হয় কোভিড–১৯।

ব্রিটেন, আমেরিকা, কানাডার ছয় বিশেষজ্ঞ হাতেকলমে এর প্রমাণ পেয়েছেন। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট হোস লুইস জিমেনেজ জানালেন, বড় ড্রপলেটের মাধ্যমে করোনা সংক্রমণের নিদর্শন এখন নেই বললেই চলে। অর্থাৎ হাঁচি বা কাশি দিলে যে থুতু ছিটকে আসে, তা থেকে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কম। তার মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এই গবেষণাকে স্বীকৃতি দিয়ে সেই মতো পদক্ষেপ করা উচিত।

নতুন এই তথ্য ঘোষণার পরেই বিশেষজ্ঞ দলটি আরো একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, ঘন ঘন হাত ধুয়ে, মাস্ক পরে দুনিয়াকে আর কত দিন করোনা থেকে রক্ষা করা যাবে, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের গবেষক ত্রিশ গ্রীনহালের নেতৃত্বে ছয় সদস্যের গবেষক দল ইতিমধ্যেই এয়ারবরন কোভিড ছড়ানোর বিষয়টি নজরে এনে ১০ পাতার রিসার্চ পেপার জমা দিয়েছেন।

গবেষণাপত্রে স্কাজিট চয়েরের ঘটনার উল্লেখ রয়েছে। সেখানে একজন ‘‌সুপার স্প্রেডার’‌–এর থেকে ৫৩ জন আক্রান্ত হন। আক্রান্তরা সকলে ওই সুপার স্প্রেডারের সংস্পর্শে গেছেন প্রমাণ নেই। তাহলে কীভাবে হল সংক্রমণ?‌ প্রশ্ন রয়েই গেছে।

আরো একটি বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা। তাদের মতে, বদ্ধ ঘরে করোনা সংক্রমণ অনেক বেশি হয়। খোলা জায়গায় সেই আশঙ্কা অনেক কম। অ্যাসিম্পটোমেটিক বা প্রিসিম্পটোমেটিক করোনা আক্রান্তদের হাঁচি কিংবা কাশি নেই। অথচ ৪০ শতাংশ ট্রান্সমিশন তাদের থেকেই হচ্ছে। এখন বিশ্বে বেশিরভাগ সংক্রমণ হচ্ছে এই সাইলেন্ট ট্রান্সমিশনের মাধ্যমে।
সূত্র : আজকাল

 


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল