১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বার্ধক্য প্রতিরোধে মেটফরমিন

-

ডায়াবেটিসের ওষুধ মানুষের বার্ধক্যকে বিলম্বিত করে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের একদল গবেষক নতুন এক গবেষণায় দেখতে পান, ডায়াবেটিসের ওষুধ শরীরে ডায়েটিংয়ের মতো প্রভাব ফেলে। তারা জানান, পরিমিত ক্যালোরি গ্রহণের মাধ্যমে ডায়েট করার মানে পরবর্তী জীবনে স্বাস্থ্য ভালো থাকে এবং আয়ুষ্কাল বাড়িয়ে দেয়। গবেষকরা জানান, টাইপ-২ ডায়াবেটিসের জন্য ব্যবহৃত মেটফরমিন জাতীয় ওষুধের ক্ষেত্রে দেখা গেছে, তা শরীরে ডায়েটিংয়ের মতো কাজ করে। বার্ধক্যকে বিলম্বিত করে। তবে ঠিক কিভাবে তা বয়স প্রক্রিয়ায় প্রভাব ফেলে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
গবেষণাকালে বিজ্ঞানীরা কিছু কীটপতঙ্গের শরীরে মেটফরমিন প্রয়োগ করেন। বিজ্ঞানীরা দেখতে পান, মেটফরমিনের কারণে কীটপতঙ্গের শরীরে নতুন ই কোলি সৃষ্টি হয় এবং আয়ু বেড়ে যায়। গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ইনস্টিটিউট অব হেলদি এইজিংয়ের ফিলিপ কাবরেইরো বলেন, মেটফরমিন প্রয়োগে কীটপতঙ্গ স্বাভাবিকের চেয়ে ন্যূনতম ছয় দিন বেশি বাঁচে, যা তার জীবনের এক-তৃতীয়াংশ। তিনি বলেন, মানুষের অন্ত্রে বা পাকস্থলিতে যেসব ব্যাকটেরিয়া থাকে তা খাদ্য বিপাকে এবং খাদ্যের পুষ্টি বের করে আনতে সহায়ক। এ ব্যাকটেরিয়ার অপ্রতুলতায় মানুষ স্থূলতা, ডায়াবেটিস, অন্ত্রের ক্যান্সার প্রভৃতি রোগে আক্রান্ত হয়। অন্যদিকে ডায়াবেটিসের ওষুধ এসব ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করলে তা বিপাকে আরো ভালো কাজ করবে। এভাবে ডায়েটিংয়ের মতো প্রভাব শরীরে পড়ে বার্ধক্যকে বিলম্বিত করবে।


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল