২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিয়ে ক্যান্সার কমায়

-


দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেনÑ বিয়ে নিয়ে বহুল প্রচলিত একটি প্রবাদ। কিন্তু সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে যারা দিল্লি কা লাড্ডু খাবেন না তারা সত্যিই পস্তাবেন। এ গবেষণায় বলা হয়েছে যারা বিয়ে করেছেন তাদের ক্যান্সারে আক্রান্তের হার কম। অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হন। প্রায় ৪০ বছরের ডাটা বিশ্লেষণ করে এ তথ্য উপস্থাপন করা হয়। ৪০ বছরের বেশি বয়সী প্রায় সাড়ে চার লাখ নরওয়ে নর-নারীর ওপর গবেষণা করে এ তথ্য প্রকাশ করেন গবেষকরা। এতে দেখা গেছে ১৯৭০-৭৪ সালে অবিবাহিত পুরুষরা বিবাহিতদের চেয়ে ১৮ ভাগ ও মেয়েরা ১৭ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০০৫-০৭ সালে এসে এ পরিসংখ্যান দাঁড়ায় ৩৫ ভাগ ও ২২ ভাগে। ‘বিএমসি পাবলিক হেলথ’ জার্নালে এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। বিবাহিতদের ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থাকার হার অবিবাহিতদের চেয়ে বেশি। এ জন্য সঙ্গীর সেবা-যতœ, সাহস, ভালোবাসা কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা।

 

 


আরো সংবাদ



premium cement