২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

-

সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮১. সায়মন টেক্সটাইলের ম্যানেজার আলমগীর হোসেন। তিনি প্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে হিসাব করেন। আদিম যুগে তার এ হিসাব সংরক্ষণের ধারা শুরু হয়েছিলÑ
র. রশিতে গিঁট দিয়ে
রর. গুহার দেয়ালে দাগ কেটে
ররর. তুলি দিয়ে পাতায় লেখার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৮২. শিলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে অধ্যয়ন করে। তার অধ্যয়নের বিষয়টি ব্যক্তির মধ্যে জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা রাখে-
র. দায়িত্ববোধ সৃষ্টিতে
রর. আর্থিক হিসাব সংরক্ষণে
ররর. হিসাব সমীকরণকে প্রভাবিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) রর (খ) ররর
(গ) র ও রর (ঘ) রর ও ররর
৮৩. সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?
(ক) ভ্যাট (খ) বিনিয়োগ
(গ) ব্যবসায় (ঘ) আয়কর
৮৪. কিভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন করা যায়?
(ক) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
(খ) পণ্য বিক্রয়ের কৌশল অবলম্বনের মাধ্যমে
(গ) হিসাব তথ্য ব্যবসায়ে সংরক্ষণ করে
(ঘ) অধিক মূলধন কারবারে বিনিয়োগ দ্বারা
৮৫. হিসাব সচেতনতা মানুষকে কী হিসেবে গড়ে তুলে?
(ক) তথ্যের সংরক্ষক হিসেবে (খ) আত্মবিশ্বাসী হিসেবে
(গ) কারবারের মালিক হিসেবে (ঘ) ব্যবসায়ের নিরীক্ষক হিসেবে
৮৬. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে কোনটি?
(ক) সঠিক হিসাবরক্ষণ
(খ) অধিক মূলধন বিনিয়োগ
(গ) অধিক সংখ্যক কর্মী নিয়োগ (ঘ) কম মূল্যে পণ্য বিক্রি
৮৭. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-
র. সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
রর. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে
ররর. মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৮৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
র. পাওনাদার
রর. ব্যবস্থাপক
ররর. সরকার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৮৯. হিসাব তথ্যের ব্যবহারকারী- র. পাওনাদার
রর. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
ররর. বিনিয়োগকারী
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৯০. হিসাবজ্ঞানের উদ্দেশ্য হলো- র. লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ রর. লেনদেনের ফলাফল নির্ণয়
ররর. আর্থিক অবস্থা নিরূপণ
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৯১. হিসাবিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো-
র. আর্থিক তথ্য সরবরাহ করা
রর. লেনদেনের সঠিক ও স্থায়ী হিসাব রাখা
ররর. আর্থিক ফলাফল নির্ণয় করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৯২. প্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো-
র. মানুষ গুহায় বাস করত রর. গণনার কাজে পাথর ব্যবহৃত হতো
ররর. রশিতে গিঁট বেঁধে গণনা করা হতো
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৯৩. হিসাববিজ্ঞানের ঐতিহাসিক কার্যাবলি হলো-
র. লেনদেন চিহ্নিতকরণ
রর. ফলাফল মূল্যায়ন
ররর. গাণিতিক শুদ্ধতা যাচাই
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
উত্তর : ৮১. ক, ৮২. গ, ৮৩. ঘ, ৮৪. ক, ৮৫. খ, ৮৬. ক, ৮৭. ক, ৮৮. খ, ৮৯. ঘ, ৯০. ঘ, ৯১. ঘ, ৯২. ক, ৯৩. খ।

 


আরো সংবাদ



premium cement