২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২০২১ সালের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলা বিষয় : বাংলা

-

সুপ্রিয় ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা’ বিষয় থেকে বাকি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
(গতকালের পর) বাংলা-৬০
৪। সত্য হলে ‘সত্য’ ও মিথ্যা হলে ‘মিথ্যা’ লিখ : ৫ী১= ৫
ক। নূরলদ্দীনের সারাজীবন এটি সৈয়দ শামসুল হকের একটি কাব্যগ্রন্থ।
উত্তর : মিথ্যা।
খ। সাধুরীতি তদ্ভব এবং চলিতরীতি তৎসম শব্দবহুল।
উত্তর : মিথ্যা।
গ। বিদ্যালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হলোÑ বিদ্যা + আলয়
উত্তর : সত্য।
ঘ। যাও বীরবেশে, কর গিয়া রণ। এখানে ‘রণ’ অর্থ লড়াই প্রকাশ করে।
উত্তর : সত্য।
ঙ। বারবার সে কামান গর্জে উঠল। এখানে ‘বারবার’ হলো অব্যয় পদের উদাহরণ। উত্তর : সত্য।
৫। বিরাম চিহ্ন বসাও : ৫ী ১ = ৫
শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুখু রে
আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে
প্রজাপতি ডেকে যায়
বোঁটা ছিড়ে চলে আয়
আসমানে তারা চায়
চলে আয় এ অকূল
উত্তর : শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুখু রে,
আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে।
প্রজাপতি ডেকে যায়Ñ
‘বোঁটা ছিঁড়ে চলে আয়!’
আসমানে তারা চায়-
‘চলে আয় এ অকূল!’
৬। শূন্যস্থান পূরণ করো : ৫ী ১ = ৫
ক। ফাগুনটা খুব .......... মাস। উত্তর : ভীষণ দুঃখী।
খ। পাল মশাই কারিগরদের দিকে ............. তাকিয়ে ছিল।
উত্তর : শ্যেন চোখে।
গ। অর্থ অনুসারে প্রবীণ ......শব্দ।
উত্তর : রূঢ়ি শব্দ।
ঘ।..... ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
উত্তর : সাধু ভাষা।
ঙ। বনস্পতি-এর সন্ধিবিচ্ছেদ .....।
উত্তর : বন্+পতি।
৭। ভুল উত্তরটি লিখ : ৫ী ১= ৫
র. তোষামোদ শব্দটির অর্থ প্রকাশ পায়Ñ
ক। খয়ের খাঁ খ। ঢাকের কাঠি
গ। ইয়ার বকশি
উত্তর : গ। ইয়ার বকশি।
রর. নিরানন্দ শব্দের অর্থÑ
ক। আনন্দহীন খ। কৃশ গ। বিষণœœ
উত্তর : খ। কৃশ।
ররর. সানজীদা খাতুন পেয়েছেনÑ
ক। একুশে পদক
খ। রবীন্দ্র পদক গ। নজরুল পদক
উত্তর : গ। নজরুল পদক।
রা. নিচের কোনগুলো শব্দ গঠনে সহায়তা করে?
ক। উপসর্গ খ। সমাস গ। কারক
উত্তর : গ। কারক।
া. পানি এর সমার্থক শব্দÑ
ক। বারি খ। সাগর গ। জল
উত্তর : খ। সাগর।
৮। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
ক। কর্ম কত প্রকার ও কী কী? ১
উত্তর : ২ প্রকার, যথাÑ ক। মুখ্য কর্ম,
খ। গৌণ কর্ম।
খ। সাগর-এর দু’টি প্রতিশব্দ লিখ। ১
উত্তর : জলধর, ভূধর।
গ। যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় কী বলে। ১
উত্তর : অতিথি।
ঘ। বাংলাদেশকে চিরসবুজের দেশ বলা হয়েছে কেন? সংক্ষেপে লিখ। ২
উত্তর : চিরসবুজের।
ঙ। পানকৌড়ির রক্ত কোন ধরনের রচনা এবং ঘুম জাগানো পাখি কার রচনা? ২
উত্তর : কাজী নজরুল ইসলাম ও ছোট গল্প।
৯। বর্তমান সময়কে ইন্টারনেট ছাড়া ভাবাও যায় না এক মুহূর্ত। তাই ইন্টারনেট সম্পর্কে তোমার মতামত লিখ। ৫
উত্তর : নিজে লিখ।
১০। শিক্ষাই জাতীর মেরুদণ্ডÑ এ সম্পর্কে ১০টি বাক্য লিখ। ৫
উত্তর : নিজে লিখ।

 


আরো সংবাদ



premium cement
হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

সকল