২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লালা ঝরা শিশু

-

এক
লালাগ্রন্থি থেকে লালা উৎপাদন হয়। উৎপাদন মাত্রা স্বাভাবিক তবুও লালা ঝরার প্রচণ্ডতা বেশি হলে ধরা যেতে পারে শিশুটি স্নায়ু ও পেশিসংক্রান্ত অসুখে ভুগছে। যেমন সেরিব্র্যাল পালসের শিশু। সে সুনিয়ন্ত্রিত উপায়ে গিলতে পারে না। তার ঠোঁট বন্ধের প্রক্রিয়াও সুবিধার নয়। তাই লালা ঝরে।
দুই
অনবরত লালা ঝরা শিশুর সাধারণ যতœ পেতেও অসুবিধা হয়। এমনকি তা সামাজিক সমস্যা সৃষ্টি করে। এ ছাড়া, শিশুর যদি গেলার অসুবিধা থাকে তবে লালা শ্বাস-প্রশ্বাস নালি হয়ে নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা ডেকে আনে।
তিন
লালা ঝরা যদি বেশি বিপত্তির সৃষ্টি করে কোনো কোনো কেইসে তবে স্পিচ ও সোয়াওলিং থেরাপির আশ্রয় নেয়া হয়। তাতেও সফলতা না এলে ওষুধের সাহায্য নিতে হয়। তবে ওষুধের ঝুঁকি বেশি। সার্জারিও আছে।
চার
শিশুর লালা ঝরা স্বাভাবিক ঘটনা। ছোট শিশুর এ ঘটনা ঘটে, যা আপনা-আপনি থেমে যায়।

লেখক : শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।


আরো সংবাদ



premium cement