২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানি ৬৯ হাজার ছাড়াল

করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানি ৬৯ হাজার ছাড়াল - সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৫১ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ ৭৩ হাজার ৫০৫ জন। এদের মধ্যে বর্তমানে ৯ লাখ ৪১ হাজার ৭০৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৪৫ হাজার ৫৯২ জনের অবস্থা (৫ শতাংশ) আশঙ্কাজনক।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৩৫১ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৬৯ হাজার ৪৫১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে গত রবিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া দেশে নতুন করে আরও ১৮ জনসহ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement