২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনায় সবচেয়ে বিপর্যস্ত দশ দেশ

করোনায় সবচেয়ে বিপর্যস্ত দশ দেশ - সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। সর্বশেষ তথ্যমতে বিশ্বের ১৭৭টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। প্রতি মুহুর্তে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। মৃতের সংখ্যা বাড়ছে হু-হু করে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত করোনার তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ১০ দেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

১. ইতালি
মোট আক্রান্ত ৪৭ হাজার ২১ জন। করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১২৯ জন।

২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে। সেখানে মোট আক্রান্ত ৮০ হাজার ৯৬৭জন। মারা গেছেন ৩ হাজার ২৪৮জন। কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি। চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ১৫০জন।

৩. ইরান
ইরানে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৬৪ জন। এ দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৫ জন।

৪. স্পেন
স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪১২ জন। মারা গেছেন ১ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।

৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ৩৭২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘন্টায় এ দেশটিতে কেউ মারা যায়নি।

৬. মার্কিন যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৯১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২১জন।

৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৯ জন। দেশটিতে মারা গেছেন ১৮৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫জন করোনায় আক্রান্ত রোগী।

৮. দক্ষিণ কোরিয়া
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৫২ জন। দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৩ জন।

৯. নেদারল্যান্ডস
করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন। এ দেশটিতে সুস্থ হয়েছেন দু'জন।

১০. জার্মানি
জার্মানিতে করোয় আক্রান্ত ১৮ হাজার ৭৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ১৮০ জন।

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৮৬ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৬৬ হাজার ১৭৯ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৬৪ হাজার ৩৯০ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৭ হাজার ৯৯৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওই দু'জন সুস্থ্ হলেও পরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ জন।


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

সকল