২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নখ ও রোগের উপসর্গ

-


শরীরে কোনো রোগ হলে তার উপসর্গ অনেক সময় নখে প্রকাশ পায়। ব্যাপারটি একটু অবাক শুনতে। শরীরের ভেতরের রোগের প্রতিফলন বা উপসর্গ নখে দেখা যায় বলে চিকিৎসকদের রোগ নির্ণয় করতেও বেশ সুবিধা হয়।

ক্স রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে নখ ফ্যাকাশে হয়ে যায়। নখ চামচের মতো আকৃতি হয়ে নিচু হয়ে যেতে পারে। এমনকি ক্ষয় হয়ে ভেঙে যায়।
ক্স শরীরে বিলিরুবিনের মাত্রা বেশি হলে বা জন্ডিস হলে নখ হলুদ হয়ে যেতে পারে।
ক্স কোনো কারণে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নখ নীল হতে পারে। একে সায়ানোসিস বলা হয়ে থাকে।
ক্স নখের উপরিভাগ অনেক সময় গোলাকার আকার ধারণ করে। একে আমরা ক্লাবিং বলি। ফুসফুস, হার্ট, লিভার ও অন্ত্রের কিছু বিশেষ অসুখে ক্লাবিং হয়ে থাকে।
ক্স নখের নিচে অনেক সময় সরু এক চিলতে রক্তপাত দেখা যেতে পারে। হার্টের একটি রোগের উপসর্গ এই স্পিøন্টার হেমোরেজ।
ক্স কিডনির কিছু রোগের উপসর্গ হিসেবে নখের ওপর সাদা সাদা দাগ হতে পারে।
ক্স কিছু অসুখে নখে খাঁজ তৈরি হতে পারে ও নখ ভেঙে যেতে পারে।
নখের প্রতি যতœশীল হন। নখের কোনো পরিবর্তন লক্ষ করলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।

লেখিকা : অধ্যাপিকা, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।
চেম্বার : দ্য বেস্ট কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ২০৯/২, এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন ঃ ০১৬৮৬৭২২৫৭৭


আরো সংবাদ



premium cement