২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যক্ষ্মা রোগে জিহ্বায় আলসার

-

বর্তমানে উন্নত বিশ্বে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা রোগ একটি বড় চ্যালেঞ্জ। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে যখন এ ধরনের যক্ষ্মা রোগীরা এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। যক্ষ্মা বা টিউবারকিউলোসিসের কারণে জিহ্বার আলসার বা ঘা দেখা দিতে পারে। টিউবারকুলাস আলসার সাধারণত জিহ্বার উপরি ভাগে হয়ে থাকে। তবে ঠোঁট ও তালু কম আক্রান্ত হয়। জিহ্বার যক্ষ্মাজনিত আলসার বা ঘা একটি বা একের অধিক হতে পারে। সাধারণত ব্যথাযুক্ত আলসার হয়ে থাকে। আলসারের ধূসর বা হলুদ রঙের সøাফ সৃষ্টি হয়ে থাকে স্থানীয় সংক্রমণের কারণে। আলসারগুলোর অসম কিনারা থাকে। আলসার বা ক্ষতস্থান সাধারণত একটু শক্ত হয়ে থাকে। টিউবারকুলাস আলসার বা যক্ষ্মাজনিত আলসারের আকৃতি অ্যাংগুলার বা স্টিলেট হয়ে থাকে। অ্যাংগুলার বলতে বোঝায়, যার সার্প অ্যাংগেল রয়েছে আর স্টিলেট বলতে বোঝায় স্টার আকৃতির। যক্ষ্মাজনিত আলসারের ফ্লোর ফ্যাকাসে রঙের হয়। পুরু মিউকাসের মতো পদার্থ আলসারের বেসে দেখা যায়। টিউবারকুলাস আলসারে আন্ডারমাইন্ড এজ দেখা যায়।
সিস্টেমিক সমস্যা : ক্রনিক কফ, ওজন কমা, জ্বর, রাতের বেলায় ঘাম এবং হেমোপটাইসিস। এছাড়া যক্ষ্মা রোগে সারভাইক্যাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি পরিলক্ষিত হয়। তাই জিহ্বার আলসার দেখা দিলে আলসার বা ঘায়ের আকৃতি, আলসারের ফ্লোর, বেস ইত্যাদি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। জিহ্বা বা মুখে আলসার হলেই কিছু ভিটামিন ওষুধ এবং মলম প্রয়োগ করে কোনো লাভ হবে না। সঠিক রোগ নির্ণয় করে যথার্থ চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই এ ধরনের রোগ এবং আলসার নিরাময় করা সম্ভব।
লেখক : মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, ফোন: ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল : ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স

 


আরো সংবাদ



premium cement