১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘মাজা’কে সাথে পাচ্ছে আর্জেন্টিনা, জয় নিশ্চিত!

‘মাজা’কে সাথে পাচ্ছে আর্জেন্টিনা, জয় নিশ্চিত! - ফাইল ছবি

ইতিহাস গড়ার হাতছানি আলবিসেলেস্তাদের সামনে। টানা দ্বিতীয় আর সব মিলিয়ে ১৬তম কোপা জয়ের কাছাকাছি দাঁড়িয়ে তারা। শিরোপা থেকে মাত্র ২ ধাপ পিছিয়ে আর্জেন্টিনা। জিতলেই মেসিরা বনে যাবেন কোপার একক রাজা, গড়বেন সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।

ফাইনাল নিশ্চিত করার মিশনে বুধবার শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কানাডা। বলা যায় কাগজে কলমে সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে তারা।

তার আগে সোমবার কনমেবল নিজেদের ওয়েবসাইটে সেমিফাইনাল ম্যাচে রেফারির তালিকা প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, আর্জেন্টিনা-কানাডা ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন পিয়েরো মাজা। যা আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে নিঃসন্দেহে।

ইতিহাস ঘাটলে দেখা যায়, চিলির এ রেফারির পরিচালনায় আর্জেন্টিনা এখনো অপরাজিত। তিনি রেফারি থাকাকালীন হারেনি কখনো আলবিসেলেস্তারা। এবারো সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবেন মেসিরা।

মাজার পরিচালনায় আর্জেন্টিনা ২০২২ সালে ১ জুন ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফিনালিসিমা খেলেছিল। যেখানে তারা জয় পায় ৩-০ গোলে। গত বছরের ২২ নভেম্বরও মাজার উপস্থিতিরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল মেসিরা।

এছাড়া ২০২০ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান (অনূর্ধ্ব-২৩) প্রি অলিম্পিক টুর্নামেন্টেও আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন মাজা। সে ম্যাচেও আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল। সব মিলিয়ে আত্মবিশ্বাসের ভালোই রসদ পাচ্ছে লিওনেল মেসির দল।

যদিও মাঠের খেলায় মাঠেই নির্ধারণ হবে ভাগ্য। তথ্য উপাত্ত নয়, মাঠে ভালো খেললেই কেবল ধরা দেবে সাফল্য।


আরো সংবাদ



premium cement