১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউরো-২০২৪ : বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিদায়

- ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে হেরেছে আজ্জুরিরা।

বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সুইসরা। বল দখলে পিছিয়ে থাকলেও গোলের উদ্দেশ্যে তারা শট নেয় ১৬টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। যার মধ্যে দুইবার জালে স্পর্শ করাতে সক্ষম হয় তারা। অপরদিকে ১০ শটের একটি ছিল লক্ষ্যে ইতালির।

অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে শনিবার ম্যাচের ৩৭ মিনিটে রেমো ফ্রিউলারের গোলে ১-০-তে এগিয়ে যায় সুইজারল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোবেন ভার্গাস। শেষ পর্যন্ত এই দুই গোলেই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড।


আরো সংবাদ



premium cement