১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউরো ফুটবল দেখতে সংঘর্ষে আহত ৩, গ্রেফতার ১

ইউরো ফুটবল দেখতে সংঘর্ষে আহত ৩, গ্রেফতার ১ - ছবি : সংগৃহীত

গত বুধবার রাতে ইউরো ফুটবল টুর্নামেন্টে তুরস্ক বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ চলার সময় জার্মানির স্টুটগার্টে দর্শকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। এই ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

হামবুর্গে অনুষ্ঠিত ম্যাচটি স্টুটগার্টের শ্লসপ্লাৎস এলাকায় বড় পর্দায় দেখানো হচ্ছিল। সেখানে একসাথে ৩০ হাজার দর্শক সেখানে খেলা দেখতে পারে।

পুলিশ বলছে, বিবাদের সময় ছুরি ব্যবহার করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেন।

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে শেষ-১৬ তে জায়গা করে নিয়েছে তুরস্ক। সেখানে তারা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। তুরস্কের হয়ে গোল ২ করেন হাকান চালহানলু (৫১ মিনিটে) ও জেঙ্ক টসুন (৯৪ মিনিটে)। আর চেক প্রজাতন্ত্রের গোলটি করেন টোমাস সৌচেক (৬৬ মিনিটে)।

খেলার ২০ মিনিটের সময় চেক প্রজাতন্ত্রের বারাককে লাল কার্ড দেখানো হয়। ইউরোর ইতিহাসে এটিই সবচেয়ে আগে দেখানো লাল কার্ড।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement

সকল