১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কানাডাকে হারিয়ে কোপা শুরু মেসির আর্জেন্টিনার

কানাডাকে হারিয়ে কোপা শুরু মেসির আর্জেন্টিনার - ছবি : সংগৃহীত

কাতারে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো বড় প্রতিযোগিতা খেলতে নামল আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশ কোপা আমেরিকায় শুরুটা করল জয় দিয়েই। কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিলো আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ইউলিয়ান আলভারেস। ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বৃদ্ধি করেন লাউতারো মার্তিনেস।

৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তার ডান পায়ের মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে যায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল ছিল মেসির। দ্বিতীয় স্থানে ছিলেন তরুণ আলভারেস। তাঁর গোলেই কোপা শুরু করল আর্জেন্টিনা।


আরো সংবাদ



premium cement