১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘লেভানডফস্কিকে ছাড়াই জিততে পারি’

-

তারকায় ঠাসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করতে চলেছে এবারের আসরের ‘আন্ডারডগ’ পোল্যান্ড।

রোববার শক্তিশালী ডাচদের বিপক্ষে দলটির মূল তারকা রবের্ট লেভানডফস্কির অনুপস্থিতি সতীর্থদের দুশ্চিন্তা বাড়িয়েছে।

গত সোমবার তুরস্কের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে উরুর পেশিতে টান লাগে বার্সেলোনা ফরওয়ার্ডের। এর ফলে শুরুতে তাকে কয়েক ম্যাচ না পাওয়ার আশঙ্কা জাগে। তবে ডাক্তারি পরীক্ষার পর জানা যায় শুধু প্রথম ম্যাচে তাকে হারালেও আগামী শুক্রবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই লেভাকে পাবেন কোচ মিখাল প্রোবিয়ের্স।

তবে দলের প্রধান গোলস্কোরারকে ছাড়াও ডাচদের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখে পোল্যান্ড- অন্তত তার সতীর্থদের আত্মবিশ্বাস এমনই।

লেভার অনুপস্থিতিতে দলের অধিনায়ক পিওতর জিয়েলিনস্কি বলেছেন, ‘এই ম্যাচে রবের্ট আমাদের সহযোগিতা করতে পারবে না, এটি একটি বড় দুঃসংবাদ। সে বিশ্বমানের খেলোয়াড়, মাঠে তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে গোল পেতে, জিততে আমিসহ বাকিরা মাঠে নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করব।’

নতুন যুগ শুরু হতে যাওয়ায় লেভানডফস্কির অনুপস্থিতি দলের তরুণ সদস্যরা সুযোগ হিসেবে নিতে পারেন বলে জানিয়েছেন কোচ মিখাল প্রোবিয়ের্স।

তিনি বলেন, ‘তাকে (লেভা) যে আমরা মিস করব, এ লুকানোর কিছু নেই। কিন্তু ভালো ফল আনতে অন্য খেলোয়াড়দের তার অভাব পূরণ করতে হবে। নতুন প্রজন্মকে নতুন করে ভাবতে হবে। দল হিসেবে আমাদের যা করণীয় তা করতে হবে। আমাদের পেছানোর সুযোগ নেই; সামনে এগিয়ে যেতে হবে।’

‘তিনি আরো বলেন, ‘প্রত্যেকে বলছে যে, আমরা হারব। কেউ আমাদের গোনায় ধরছে না; সবাই আমাদের হিসাব থেকে বাদ দিচ্ছে। কিন্তু আমাদেরও একটি দল আছে যারা একে অপরের জন্য লড়তে চায়।’

নেদারল্যান্ডসের খেলার মানের কথা স্বীকার করলেও তাদের পক্ষে জেতা অসম্ভব নয় বলে মনে করেন প্রোবিয়ের্সও।

তিনি বলেন, ‘ডাচরা ইউরোপীয় ফুটবলে একটি সুপরিচিত ব্র্যান্ড। (ফিফা) র‌্যাঙ্কিংয়েও আমাদের চেয়ে অনেক উপরে। তবে আমার মনে হয় না যে, আজকের ম্যাচে র‌্যাঙ্কিং এতটা প্রভাব ফেলবে।তাদের দলেও ইনজুরি সমস্যা আছে। ফলে তাদেরও শক্তি কমেছে। তাই এখন বিষয় হলো, আমদের যা করা সম্ভব, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা।’

দলের খবর :

লেভানডফস্কি ছাড়াও ইনজুরির কারণে পোল্যান্ডের ইউভেন্তুস স্ট্রাইকার আর্কাদিউস মিলিক এবারের আসর থেকেই ছিটকে গেছেন। ইউক্রেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।

অন্যদিকে, চোটের কারণে মাঝমাঠের পুরো সেট ধরেই হারাতে হয়েছে ডাচ কোচ রোনাল্ড কোমানকে। ইনজুরি থেকে সেরে না ওঠায় বার্সেলোনার তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। এছাড়া আতালান্তার টিউন কুপমাইনার্স ও মার্টেন ডে রুনও এবারের ইউরো থেকে ছিটকে গেছেন।

তাদের পরিবর্তে শেষ সময়ে নেদারল্যান্ডস দলে সুযোগ মিলেছে ডর্টমুন্ডের উইং-ব্যাক ইয়ান মাটসেন ও বোলোনিয়ার ফরওয়ার্ড ইয়োশুয়া জিরকজির।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল