১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিকোকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

জিকোকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা - ছবি : সংগৃহীত

সময়টা একেবারেই পক্ষে কথা বলছে না আনিসুর রহমান জিকোর। মাদককাণ্ডে নিষিদ্ধ থাকার পর এবার জাতীয় দল থেকেও বাদ পড়লেন এই গোলকিপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত দলে ঠাঁই হয়নি তার।

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামী ৬ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

২৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তবে ফিরেছেন শেখ মুরসালিন। চোটের কারণে ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের দলে ছিলেন না তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এর আগে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। এবার জামাল ভূঁইয়াদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। আর সেই মিশনে আগামী ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে কাবরেরার দল।

যদিও বাংলাদেশের তৃতীয় রাউন্ডে উঠা আকাশকুসুম কল্পনা৷ ৪ ম্যাচ খেলে কেবল ১ পয়েন্ট পেয়েছে জামাল ভূঁইয়ারা। অন্যদিকে, ৪ ম্যাচের সবগুলো জিতে টেবিলের চূড়ায় আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফিলিস্তিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ সুজন হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, মেহেদী হাসান, রিমন হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদউদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, রাকিব হোসেন, শেখ মোরসালিন, মো: আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মো: রাব্বি হোসেন রাহুল।


আরো সংবাদ



premium cement