১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এল ক্লাসিকোরে রাজত্ব ধরে রাখলো রিয়াল মাদ্রিদ

-

এল ক্লাসিকোতে যেমন মিশে থাকে প্রতিদ্বন্দ্বিতার কড়া ঝাঁঝ, তেমনি চাঁদের কলঙ্ক হয়ে মিশে থাকে বিতর্কও। রোববার রাতেও এড়ানো যায়নি সেই বিতর্ক। দুই দলের রুদ্ধশ্বাস লড়াই ছাপিয়ে আলোচনায় বার্সার ‘বাতিল হওয়া গোল।’ আর তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। পৌঁছে গেছে শিরোপার আরো কাছে।

রোববার সান্তিয়াগো বার্নাব্যূতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা। ঘরের মাঠে টান টান উত্তেজনার ম্যাচে দুই দু'বার পিছিয়ে পড়েও জয় পেয়েছে স্বাগতিকেরা। রিয়াল মাদ্রিদের জয় ৩-২ গোলে। এই জয়ে লা লিগায় শিরোপার দৌড়ে দুইয়ে থাকা বার্সার থেকে ১১ পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোজরা।

লা লিগায় গোল লাইন প্রযুক্তি থাকলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতো। ২৮ মিনিটে পাওয়া কর্নার থেকে বার্সেলোনা গোল প্রায় পেয়েই গিয়েছিল। তবে বারবার রিপ্লে দেখার পর শেষ পর্যন্ত তা গোল দেয়নি রেফারি। যা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে ফুটবল পাড়াতে।

তবে ম্যাচের শুরুতেই লিড পায় বার্সেলোনা। ম্যাচের ষষ্ঠ মিনিটে রাফিনহার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ম্যাচের ১৮তম মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস।

বার্সার বক্সে লুকাস ভাসকেজকে সমন্বিত প্রচেষ্টায় ফাউল করেন পাও কুবারাসি ও হোয়াও কানসেলো। পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকেই গোল আদায় করে নেন ভিনিসিউস জুনিয়র। প্রথমার্ধে এরপর আর কোনো গোল আসেনি।

দ্বিতীয় হাফে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। এরই মাঝে ৬৯তম মিনিটে দ্বিতীয়বারের মতো লিড পেয়ে যায় বার্সা। ইয়ামালের বাঁ-দিক থেকে ক্রস রিয়াল গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে গোল করতে ভুল করেননি ফেরমিন লোপেজ।

এই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। পিছিয়ে পড়ার চার মিনিটে পরই আবারো সমতায় ফেরে রিয়াল। ভিনিসিউসের থেকে বল পেয়ে ৭৩ মিনিটে দারুণ এক ভলিতে গোল করেন ভাসকেজ। স্কোরবোর্ডে তখন ২-২ সমতা।

ম্যাচ যখন ড্র হবার পথে তখন রিয়ালকে জয় উপহার দেন জুড বেলিংহ্যাম। যোগ করা সময়ের প্রথম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন তিনি।

এই নিয়ে চলতি মৌসুমের তিন ক্লাসিকোর সবগুলোয় জিতল রিয়াল। ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা।


আরো সংবাদ



premium cement
‘প্রতিবিপ্লব করার ক্ষমতা আ’লীগের নেই’ অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ

সকল





up