রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭

আবারো দলকে জেতালেন রোনালদো। আল নাসেরের জয়ে রেখেছেন বড় অবদান। জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। জোড়া গোল করেছেন অ্যান্ডারসন তালিস্কাও। এ সুবাদে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হেসেছেন আল নাসের।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় মাঠে প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আহলি।
এই ম্যাচে ৪-৩ গোলে জয় পায় আল-নাসর। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে দলটি।
খেলা শুরুর মাত্র ৩ মিনিট পরেই স্কোরবোর্ডে নাম লেখান রোনালদো। লিড পায় আল-নাসর। সাদিও মানের নিচু শটে বাঁ পায়ের ছোঁয়ায় গোলের সূচনা করেন পর্তুগিজ তারকা। ১৩ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় নাসের, লাপোর্তের পাস থেকে গোল করেন তালিস্কা।
তবে ৩০তম মিনিটে এক গোল শোধ দেয় আল আহলি, ফ্রাঙ্ক কেসি গোল করেন। যদিও ব্যবধান ফের বাড়িয়ে নেন আল নাসের। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলের দেখা পান তালিস্কা। ক্রসবারের নিচের দিকে দুর্দান্ত স্ট্রাইক দিয়ে বল জালে জড়ান। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসের।
তবে বিরতি থেকে ফিরতেই ফের ব্যবধান কমে আসে। আল আহলির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করেন। তবে ১ মিনিটের ব্যবধানে ফের দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। স্কোরবোর্ডে তখন ৪-২।
৮৭তম মিনিটে আহলির বদলি খেলোয়াড় ফেরাস আল-ব্রিকানে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-৩। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান ধরে রেখে জয় পান আল-নাসর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা