১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি বায়ার্নের


দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বিখ্যাত ক্লাবের লড়াইটাও চললো সমানে সমানে। যদিও ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি বায়ার্নই হেসেছে। ৪-৩ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে।

বুধবার ঘরের মাঠে শুরু থেকে চেষ্টা চালিয়ে গেলেও ২৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বায়ার্ন। হ্যারি কেইনের সহায়তাউ জোরালো শট নেন লিরয় সানে। বাঁ দিকে ঝাঁপিয়ে পরেও গোলরক্ষক উনানা তা নিয়ন্ত্রণে নিতে পারেননি, হাত ফসকে বল জড়ান জালে। চার মিনিট বাদে দ্বিতীয় গোলও পেয়ে যায় বায়ার্ন।

এবার জামাল মুসিয়ালার সাজানো বলে জিনাব্রি জালে পাঠাতে ভুল করেননি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দলকে পথ দেখান রাসমাস হয়লুন্দের। ৪৯তম মিনিটে রাশফোর্ডের কাছ থেকে পাওয়া বলে বাম পায়ে শট নেম রাসমাস, যা কিম মিন-জায়ের পায়ে লেগে জালে জড়ায়।

তবে মিনিট চারেক পর লিড বাড়িয়ে নেয় বায়ার্ন, এবার স্পট কিক থেকে গোল করেন হ্যারি কেইন। ৫৩তম মিনিটে এরিকসেনের হ্যান্ডবলের সূত্রে পাওয়া পেনাল্টিতে গোল করেন তিনি। গোল ব্যবধান তখন ৩-১। এরপর ৩৫ মিনিট আর গোল হয়নি, ৮৮তম মিনিটে এসে আরো একটি গোল পরিশোধ করেন কাসিমেরো।

গোল ব্যবধান যখন ৩-২, ফলে উত্তেজনা ছড়াতে শুরু করে। যদিও সব উত্তেজনা মিলিয়ে যায় অতিরিক্ত সময়েত দ্বিতীয় মিনিটে, জশুয়া কিমিচের সহায়তায় ম্যাথিস টেল গোল করলে। বায়ার্ন এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। অতিরিক্ত সময়ের একদম শেষ দিকে এসে কাসিমেরো গোল করলেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমায়।


আরো সংবাদ



premium cement