০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কোচ হয়ে সৌদি যেতে চেলসি ছাড়তে যাচ্ছেন জন টেরি

কোচ হয়ে সৌদি যেতে চেলসি ছাড়তে যাচ্ছেন জন টেরি। - ছবি : বাসস

সৌদি আরবের প্রো লিগে পাড়ি জমানো কিংবদন্তীদের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন জন টেরি। চেলসির এই কিংবদন্তী ডিফেন্ডার কোচ হিসেবে যোগ দিতে পারেন প্রো লিগের নিচের সারির ক্লাব আল-শাবাবে।

গণমাধ্যমের ভাষ্যমতে সৌদি প্রো লিগে প্রথমবারের মতো কোচের দায়িত্ব গ্রহণের ‘দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছেন টেরি। যে কারণে চেলসি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

পরামর্শক হিসেবে এক বছরের চুক্তিতে বর্তমানে ব্লুজদের অ্যাকাডেমিতে কাজ করছেন ৪২ বছর বয়সি টেরি। লিস্টার সিটিতে দীর্ঘ সময় সহকারী কোচের দায়িত্ব পালন শেষে এই গ্রীষ্মেই চেলসিতে ফিরেছিলেন টেরি। গত বছর লিস্টারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তার। যদিও ক্লাবটিকে অবনমনের হাত থেকে রক্ষা করতে পারেননি তিনি।

তবে ফের ব্লুজ শিবির ছাড়তে পারেন তিনি। কারণ কমপক্ষে দুই বছরের জন্য সাবেক ইংলিশ সেন্টারব্যাকের সাথে চুক্তি করতে চায় সৌদি ক্লাব আল শাবাব। চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

দ্য সানের রিপোর্টে বলা হয়, আনুমানিক একমাস আগেই টেরিকে প্রস্তাব দিয়ে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement