আবারো জার্মান দলে ডাক পেলেন মুলার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১

জাপান ও ফ্রান্সের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জার্মানি ফুটবল দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ ফরোয়ার্ড থমাস মুলার। ২০১৪ বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড ডিসেম্বরে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন।
এ পর্যন্ত ১২১ আন্তর্জাতিক ম্যাচে ৪৪ গোল করেছেন মুলার। মার্চ ও জুনে আন্তর্জাতিক ম্যাচগুলোতে কোচ হান্সি ফ্লিক তাকে বিবেচনা করেননি। ইনজুরিতে থাকা নিকলাস ফুলক্রুগের স্থানে জাপান ও ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে তাকে ডাকতে বাধ্য হয়েছেন ফ্লিক।
শনিবার জাপানের বিরুদ্ধে মাঠে নামবে আগামী বছর ইউরোর স্বাগতিকরা। তিন দিন পর ফ্রান্সের মোকাবেলা করবে। জাতীয় দলের দায়িত্ব পালনে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মুলার। এ ব্যপারে কোচ ফ্লিকের সাথেও ফলপ্রসু আলোচনা হয়েছে বলে স্বীকার করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা