০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

গুলিতে নিহত পানামার ফুটবলার

গুলিতে নিহত পানামার ফুটবলার - ছবি: সংগৃহীত

১৯৯৪ সালে কলম্বিয়ার বিশ্বকাপের ফুটবলার আন্দ্রে এসকোবারের দেশে গুলিতে নিহত হওয়ার ঘটনা সবারই জানা।

এবার সেই পথে হাঁটলেন পানামা জাতীয় দলের ফুটবলার গিলবার্তো হার্নান্দেজ। পানামার কোলন শহরে গুলি করে মারা হয় হার্নান্দেজকে।

পরশু রোববার বিকেলে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় যখন একটি ভবনের কাছে অন্যদের সাথে জড়ো হয়েছিলেন সেখানেই গুলি করে কয়েক জন। এতে হার্নান্দেজ নিহত হন। আহত হন আরো সাতজন। ৪০ হাজার লোক বসতির কোলন শহরে এ বছর গুলিতে নিহত হয়েছেন ৪০ জন। এ বছরই গুয়াতেমালার বিপক্ষে পানামা জাতীয় দলে অভিষেক হয় হার্নান্দেজের।


আরো সংবাদ



premium cement