১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আজ, ম্যানসিটির সামনে ইন্টার মিলান বাধা

- ছবি : সংগৃহীত

শ্রেষ্ঠত্বের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন তো পেপ গার্দিওয়ালা? পারবেন কি এনে দিতে ম্যানসিটিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা? পারবেন কি ইংলিশ কোনো ক্লাবকে ট্রেবল জেতাতে! পারবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে পারার খুব কাছেই আছেন এই কিংবদন্তি কোচ। আজ ইস্তাম্বুলে এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে নামবে তার দল।

ইপিএলের পর এফএ কাপ, আর মাত্র বাকি একটা ধাপ। রাত ১টায় ইস্তাম্বুলে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ জয় পেলেই সব প্রশ্নের উত্তর মিলে যাবে। পরম আরাধ্যের চ্যাম্পিয়নস লিগ শিরোপায় চুমু আঁকবে। তবে পথটা অতোটা সহজ নয়, ছেড়ে কথা বলবে না ইন্টার মিলার। ঐতিহ্য সম্বলিত এই ক্লাবটি কাগজে কলমে যদিও পিছিয়ে, তবে শিরোপার শেষ লড়াইয়ে নিশ্চয়ই যোগ্য দল হিসেবেই পা রেখেছে!

সেই সাথে ইন্টার মিলান চাপহীন, নির্ভার, নিরুদ্বিগ্ন। শিরোপা জিততেই হবে কোনো চাপ নেই তাদের, নেই বাড়তি প্রত্যাশা। কেননা এর আগেও এই শিরোপা তিন-তিনবার ঘরে তুলেছে তারা। যদিও শেষবার শিরোপার স্বাদ মিলেছে এক যুগ আগে, ২০০৯-১০ মৌসুমে। তাই নতুন ইতিহাস গড়তে নিজেদের সবটা দিয়েই লড়বে দলটি।

বিপরীতে চ্যাম্পিয়নস লিগ জেতাই চাই ম্যানসিটির। গত ১৫টি বছর ধরে একটা বার ইউরোপ সেরা হবার অপেক্ষায় বুক বেঁধে আছে তারা। গত এ যুগে ৭টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেও মন ভরেনি তাদের, তাদের চাই চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০২১ সালে শিরোপার খুব কাছেও পৌঁছে গিয়েছিল দলটি, তবে চেলসির কাছে হেরে সেবার স্বপ্ন ভেঙে যায়।

এবার অবশ্য বেশ ভালো অবস্থানেই আছে সিটি, বড় সব রাঘববোয়াল বধ করেই ফাইনালে পা রেখেছে তারা। শেষ ২৭ ম্যাচে মোটে একটি হার পেপ গার্দিওয়ালার শিষ্যদের। মাঝে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ শিরোপাও জিতেছে দলটি। ফলে এবার ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জিততে মরিয়া ম্যানচেস্টারের ক্লাবটি।

ম্যানসিটির বড় শক্তির জায়গা আর্লিং হলান্ড। নরওয়ের এই স্ট্রাইকার যোগ দেয়ার পর গার্দিওলার দল অন্য উচ্চতায় চলে গেছে। প্রথম মৌসুমেই পূরণ করেছেন গোলের অর্ধশতক, সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি গোল করেছেন হালান্ড। সাথে ডি ব্রুইনা আর ডি সিলভা তো আছেই!

ইন্টার মিলান দলে হয়তো খুব বড় তারকা নেই, তবে দলে রয়েছে বেশ ভারসাম্য। নিজেদের মাঝে বুঝাপড়াটা যথেষ্ট ভালো ফুটবলারদের মাঝে। তাছাড়া দলে আছেন ৩৭ বছর বয়সী এডিন জেকোর মতো অভিজ্ঞ তারকা। এই মৌসুমে ১৪ গোল করেছেন তিনি। তাছাড়া আছেন লাউতারো মার্টিনেজও।

ম্যাচের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিয়ায় দর্শক ধারণ ক্ষমতা ৭৬ হাজার। যেখানে দুই দলের সমর্থকরা টিকিট পাবেন ২০ হাজার করে। বাকি টিকিট থাকবে সাধারণ দর্শকদের জন্য। তবে মাঠে থাকা কিংবা বাহিরে, সকল ফুটবল প্রেমীদের চাওয়া মনে রাখার মতো লড়াই। যেমনটা দেখা গিয়েছিল দেড় যুগ আগে, এই একই মাঠে। যা ইতিহাসে ঠাঁই পেয়েছে ‘মিরাকল অফ ইস্তাম্বুল’ নামে।

১৮ বছর আগে শেষবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। ২০০৫ সালের সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও এসি মিলান। যেখানে প্রথমার্ধে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শিরোপা জেতা হয়নি মিলানের। অলরেডরা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে টাইব্রেকারে ম্যাচটিও জিতে নেয়।

সেবারই প্রথম সাক্ষাৎ ছিল দুই দলের, এর আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি সেই দুটো দল। আর কী কাকতালীয়! ইস্তানবুলের এবারের ফাইনালেও ইংলিশ ও ইতালিয়ান ক্লাব। আর এই দুই দলেরও এটি প্রথম সাক্ষাৎ। ফলে অবিশ্বাস্য রোমাঞ্চ পেতে আশায় বুক বাঁধতেই পারেন সমর্থকরা।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল