২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন কন্টে

সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন কন্টে। - ছবি : সংগৃহীত

বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার এন’গোলে কন্টে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।

বুধবার ক্লাব সূত্র বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে। এর আগে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমাও সৌদির এই ক্লাবে যোগ দিয়েছেন।

৩২ বছর বয়সী কন্টের চুক্তি প্রসঙ্গে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি আল-ইত্তিহাদ। প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করে চুক্তিতে স্বাক্ষর করেছেন কন্টে।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করেছিলেন চেলসির এই বিদায়ী মিডফিল্ডার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবারের মৌসুমের ছয় মাস তিনি মাঠের বাইরে ছিলেন। এর আগেও ইনজুরির অতীত ইতিহাস তার রয়েছে।

৩৫ বছর বয়সী ফ্রেঞ্চম্যান বেনজেমাকেও তিন বছরের চুক্তিতে জেদ্দা ভিত্তিক ক্লাবটি চুক্তিভূক্ত করেছে। জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-নাসর পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ৪০০ মিলিয়ন ইউরোতে দলভূক্ত করার পর সৌদি পেশাদার লিগের ক্লাবগুলো শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আকর্ষণীয় চুক্তিতে দলভূক্ত করার আগ্রহ প্রকাশ করছে।

একটি সূত্র সপ্তাহের শুরুতে জানিয়েছিল, বেনজেমা, কন্টে, লিওনেল মেসির মতো আরো ১০ জনকে সৌদি লিগ টার্গেট করেছে। যদিও গতকালই মেসি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাবার ঘোষণা দিয়েছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement