২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ইউক্রেনের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রেব্রভ

ইউক্রেনের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রেব্রভ। - ছবি : বাসস

ইউক্রেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামের সাবেক স্ট্রাইকার সার্হি রেব্রভ।

ইউক্রেন ফেডারেশনের সভাপতি আন্দ্রি পাভেলকো এ সম্পর্কে বলেছেন, ‘এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ইউক্রেনিয়ার ফুটবল ইতিহাসে নতুন এক যাত্রা শুরু হলো। সামরিক আইন চলাকালীন নতুন এই অধ্যায়ের সূচনার মুহূর্তটি অবশ্যই স্পেশাল। জাতীয় দলের কাছে আমাদের একটাই প্রত্যাশা তারা যেন ইউক্রেনিয়ান সমর্থকদের আনন্দ দেয়।’

রুসলান রোটানের স্থলাভিষিক্ত ৪৯ বছর বয়সী রেব্রভের সাথে জাতীয় দলের ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। ইউক্রেনের হয়ে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রেব্রভ। আগামী ১২ জুন জার্মানীর বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ইউক্রেনের নতুন দায়িত্বে যাত্রা শুরু করতে যাচ্ছেন। এরপর তার অধীনে ইউরো ২০২৪ বাছাইপর্বে ১৬ জুন নর্থ মেসিডোনিয়া ও তিনদিন পর মাল্টার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ইউক্রেন।

রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে মাল্টার বিরুদ্ধে হোম ম্যাচটি স্লোভাকিয়ার মাটিতে খেলবে ইউক্রেন।

২০০৯ সালে রাশিয়ান ক্লাব রুবিন কাজান থেকে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন রেব্রভ। ২০০০-০৪ সাল পর্যন্ত টটেনহ্যামে খেলার আগে ১৯৯২-২০০০ সাল পর্যন্ত খেলেছেন ডায়নামো কিয়েভে। ২০০৪ সালে ওয়েস্ট হ্যামে যোগ দেবার আগে দুই বছর ধারে ফেনারবাচে খেলেছেন।
২০১৪-১৭ সাল পর্যন্ত ডায়নামোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর সৌদি আরবের আল-আহলি, হাঙ্গেরির ফেরেঙ্কভারোস ও সংযুক্ত আরব আমিরাতের আল-এইনে কোচিং করিয়েছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘গাড়ি না পাইলে আমার সোনা মানিকেগো লইয়া যামু কেমনে?’ বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু : অর্থ সহায়তা দিলেন পুলিশ সুপার নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা মার্কিন প্রশাসনের সাথে কথা বলব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ৭টি ভেন্যু নিশ্চিত করলো আইসিসি বিপিএলসহ বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ নাসির কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাস্তবায়ন শুরু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র লিভার সিরোসিস ভোগাচ্ছে খালেদা জিয়াকে বাজেট নয়, উদ্দেশ্য পূরণ হবে না বলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

সকল