১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইনজুরি ও গরমের সাথে ভিসার টেনশন

ইনজুরি ও গরমের সাথে ভিসার টেনশন। - ছবি : সংগৃহীত

জাতীয় দলের ফুটবলারদের শরীরে লিগ ম্যাচ খেলে আসার ক্লান্তি। এই ধকল কাটিয়ে উঠার আগেই দেশের জন্য ক্লাব ক্যাম্প থেকে জাতীয় দলের ক্যাম্পে। গত দুই দিন হলো বসুন্ধরা কিংস এরিনায় চলছে জামাল ভূঁইয়াদের অনুশীলন।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টায় শুরু হওয়া এই কঠোর ট্রেনিংয়ে ফুটবলাররা হাঁফিয়ে উঠছেন প্রচণ্ড গরমের সাথেও। এই দেশ জুড়ে চলা তীব্র দাবদাহর প্রভার কিংস এরিনাতেও। এর মধ্যে যোগ হয়েছে তিন ডিফেন্ডারের ইনজুরি। দুই স্টপার ব্যাক টুটুল হোসেন বাদশা এবং তপু বর্মনের সাথে উইং ব্যাক রিমন হোসেনও চোট জর্জরিত। তবে শেষ দু’জনকে ফিট অবস্থায় পাওয়া যাবে ২১ জুন থেকে শুরু হওয়া সাফের আগে। তবে বাদশাকে পাওয়া নিয়ে সংশয়। তার পায়ের নখে ফাঙ্গাস হয়েছে। তাই তাকে সুস্থ করতে এন্টিবায়টিক খাওয়ানো হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে তা। এরপরও এই ডিফেন্ডারকে দলের সঙ্গী হতে পারবেন কি না তা দুই এক দিনের মধ্যেই স্পস্ট হবে। এর মধ্যে যোগ হয়েছে ভারতের ভিসা পেতে বিলম্ব।

বাংলাদেশ দল ২১ জুন সাফের ম্যাচ খেলার আগে কম্বোডিয়া যাবে ফিফা প্রীতি ম্যাচ খেলতে। সেখান থেকে সরাসরি ভারতের বিমানে চড়বে সাফ খেলার জন্য। তাই এখনই ভারতের ভিসার জন্য আবেদন করা। দলের সকল সদস্যের ভারতীয় ভিসা পেতে আবেদন করা হলেও গতকাল পর্যন্ত ভিসা হয়নি। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র এখনো না আসায় ভিসা পেতে বিলম্ব। বাফুফে আশা করছে আজকের মধ্যেই তারা ভারতের ভিসা পেয়ে যাবে। তাহলে ১০ তারিখে কম্বোডিয়া যেতে পারবে ম্যাচ খেলতে। কিন্তু আজ না পেলে যাত্রা যাওয়া পেছাবে। জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

উল্লেখ্য, ১৫ তারিখে কম্বোডিয়ার সাথে ম্যাচ। বাদশার শেষ পর্যন্ত ইনজুরির জন্য বাদ পড়লে ডিফেন্স লাইন দুর্বল হয়ে যাবে। ফলে বিকল্প হিসেবে রাইট ব্যাকে খেলা বিশ্বনাথ ও লেফট ব্যাকে খেলা তারিক কাজীকে স্টপার ব্যাকে খেলাতে বাধ্য হবেন কোচ হাভিয়ার কাবরেরা। সাথে জেমি ডের সময় নেপালের তিন জাতি ফুটবলে খেলা মেহেদী হাসান মিন্টুও আছেন। তবে এর বাইরে বিকল্প আর কাউকে ডাকা হবে না।

আজ প্রচণ্ড গরমে অনুশীলনের কথা উল্লেখ করলেন গোলরক্ষক জিকো এবং মিডফিল্ডার সোহেল রানা। আর এলিটা কিংসলে ভালো কিছু করার ঘোষণা দিলেন ব্যাঙ্গালুরুর সাফে।


আরো সংবাদ



premium cement
মিজানুর হত্যা মামলায় ইনু, মেনন ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি সাবেক এমপি আফতাবসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের এডহক কমিটি গঠন ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়াসহ ৯ দফা দাবি সাংবাদিকদের বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী ভালুকায় সাবেক ২ এমপিসহ ৩৯৮ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ৪০২ শিশু উদ্ধার, আটক ১৭১ কথা রেখেছেন মিরাজ, পাশে দাঁড়িয়েছেন ‘শহীদ’ পরিবারের কর্ণফুলীতে বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে খুন, মা ও ২ ছেলে গ্রেফতার ‘যে দলের জন্য আমাকে বিধবা হতে হয়েছে, সেই দলকে এদেশে দেখতে চাই না’

সকল