০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

শীর্ষস্থান দৃঢ় রাখলো আর্সেনাল

শীর্ষস্থান দৃঢ় রাখলো আর্সেনাল - ছবি : সংগৃহীত

শীর্ষস্থান দৃঢ় রাখলো আর্সেনাল, প্রিমিয়ার লিগের ম্যাচে লিডসকে উড়িয়ে দিলো তারা। ৪-১ গোলের বড় জয় পেয়েছে মিকেল আর্তেতার দল, জোড়া গোল করেছেন গাব্রিয়েল জেসুস।

বিশ্বকাপের পর আজই প্রথম আর্সেনালের সেরা একাদশে জায়গা পেয়েছিলেন জেসুস, চোটের কারণে নিজেদের অন্যতম সেরা ফরোয়ার্ডের সার্ভিস মিস করছিল গানাররা। কেনবা হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে যাবার আগে প্রিমিয়ার লিগে ৫টি গোলের পাশাপাশি আরো ৬টি গোলে রেখেছিলেন ভূমিকা।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আর্সেনাল। ফলশ্রুতিতে ৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় তারা। গোলদাতা জেসুস। লিডসের বক্সে বল নিয়ে ঢুকে পড়া জেসুসকে থামাতে ফাউল করে বসেন লিডসের এক ডিফেন্ডার। পেনাল্টি পায় আর্সেনাল। সফল স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসুস।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি, ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে গানাররা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় আর্সেনাল, এবারের গোলদাতা বেন হোয়াইট। তৃতীয় গোল আসতেও দেরি হয়নি, মিনিট সাতেক পরেই ব্যাবধান ৩-০ করেন জেসুস। লিয়ান্দ্রো ত্রসাদের পাস থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল তোলে নেন জেসুস।

আর গোলের হালি পূরণ করেন গ্রানিত জাকা। ৮৪তম মিনিটে গোল করেন তিনি। এর আগে অবশ্য ব্যবধান কমিয়ে এনেছিল লিডস, ম্যাচে নিজেদের প্রথম ও একমাত্র গোলটি আসে ক্রিস্টেনসেনের থেকে৷ তবে তাতে ভাগ্য বদলায়নি লিডসের, ৪-১ গোলের হার হয়েছে সঙ্গী।

সুবাদে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের খোঁজে থাকা আর্সেনাল ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান শিরোপাধারী ম্যানসিটি।


আরো সংবাদ


premium cement
জামালপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

সকল