০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ জিলকদ ১৪৪৪
`

ইফতারের সময় ম্যাচ বন্ধ না রাখতে ফরাসি রেফারিদের নির্দেশ


ইফতারের সময় মুসলিম খেলোয়াড়দের ইফতারের জন্য কোনো ম্যাচ সাময়িক বন্ধ না রাখতে নির্দেশ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই অনুমতি দেয়া হলেও এই নীতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রেফারিদের এক ই-মেইল বার্তায় ফেডারেশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে এসেছে। এখানে বলা হয়েছে, ইফতারের কারণে বেশ কিছু ম্যাচে ব্যঘাত ঘটায় তা ফেডারেশনের নজরে এসেছে।

এ সম্পর্কে ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য নির্ধারিত সময় রয়েছে। ক্রীড়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। সকলের জন্য নিজ নিজ ধর্ম পালনের সময়ও রয়েছে।’

তিনি জানিয়েছেন, ফেডারেশনের কাছে তথ্য আছে অপেশাদার পর্যায়ে বেশ কিছু ম্যাচে খেলোয়াড়দের ইফতারের জন্য সময় দিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আইনে এই ধরনের কোনো অনুমতি নেই। এ সময় তিনি ফুটবলে ধর্মনিরপেক্ষতা নীতির কঠোরভাবে সম্মান জানানোর বিষয়টিও সামনে নিয়ে আসেন।

ইংলিশ ফুটবল অবশ্য সব ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করে এ বছর পবিত্র রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের সময় ম্যাচ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ বছর ২২ মার্চ থেকে যুক্তরাজ্যে রোজা শুরু হয়েছে।

এ বিষয়ে নিসের কোচ দিদিয়ের দিগার্ড বলেছেন এবার বেশ কিছু মুসলিম খেলোয়াড় কোনো সমস্যা ছাড়াই রমজান মাস পালন করছেন। যদিও তিনি জানিয়েছেন ফ্রান্সের উচিৎ এ সময় কিছুক্ষণের জন্য বিরতি দেয়া।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হয়তো কেউ চিন্তা করছে না। কারণ আমরা মুসলিম দেশ নই। যে দেশে তুমি আছো সেই দেশের রীতি-রেওয়াজ তোমাকে মানতে হবে।’


আরো সংবাদ


premium cement
আজ নয়া পল্টনে বিএনপি ‘বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ’ এক নজরে ভারতের কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ছোট বোনকে বাঁচাতে যেয়ে পানিতে ডুবে দু’জনেরই মৃত্যু রংপুরে গরম থেকে বাঁচতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হাটহাজারী মাদরাসায় আল্লামা ইয়াহইয়ার জানাজা শনিবার বাদ মাগরিব বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কসোভোর অশান্তি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে সম্পত্তির পরিমাণ ৬ হাজার রুপি! কিভাবে এত অর্থের মালিক হলেন শাহরুখ খান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আর নেই নদী থেকে ৪৫ ব্যাগভর্তি লাশ উদ্ধার, মেক্সিকোয় তোলপাড়

সকল