২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন, প্রশংসায় ভাসছে চেলসি (ভিডিও)

স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন, প্রশংসায় ভাসছে চেলসি - ছবি : সংগৃহীত

স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন ও জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছে ইংলিশ ক্লাব চেলসি।

গত রোববার (২৬ মার্চ) লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চমৎকার এ আয়োজনটি করা হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন করা হলো।

ইফতার ঘিরে সেখানে আজান ও মাগরিবের নামাজও অনুষ্ঠিত হয়।

লন্ডনের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীকে একসাথে করার জন্যই এই উদ্যোগ নেয় চেলসি।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই উন্মুক্ত ইফতারের ব্যবস্থাটি চেলসি মূলত রমজান টেন্ট প্রজেক্টের সাথে যৌথভাবে আয়োজন করেছে।

ফুটবলে যে কোনো প্রকার বর্ণবাদ, সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণার স্থান নেই- সেটি মনে করিয়ে দিতেই চেলসির এই প্রচেষ্টা।

সারাদিন রোজা রাখার পর স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইফতার করেন অতিথি সমর্থকেরা। এজন্য কাউকেই কোনো খরচ করতে হয়নি।

স্টেডিয়ামে ইফতার আয়োজনের ব্যাপারে রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালেহ জানান, ‘ইফতারিতে মুসলিম-অমুসলিম সবাইকে দাওয়াত দেয়া হয়।’

তিনি বলেন, ‘এর উদ্দেশ্য হলো- তাদের কাছে পবিত্র রমজানের মাহত্ম ও ইসলাম ধর্মকে উপস্থাপন করা।’

এই আয়োজনকে দুই জাতির মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমও আখ্যা দিলেন ওমর সালেহ।

সূত্র : আলজাজিরা মুবাশির


আরো সংবাদ



premium cement