২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের জয়

- ছবি : সংগৃহীত

অধিনায়ক জামাল ভূঁইয়া আগেই বলেছিলেন, দেখিয়ে দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে তার দল। কথা রাখলেন বাংলাদেশ অধিনায়ক, লক্ষ্য পূরণ হয়েছে তার।

সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে পূর্ব আফ্রিকার দেশটিকে।

প্রায় এক বছর পর ফিফা স্বীকৃত ম্যাচ খেলতে নেমেই জয়ের স্বাদ পেল টাইগার ফুটবলাররা। বাংলাদেশ দলের একমাত্র গোলদাতা তারিক কাজী। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এলিটা কিংসলের। নাইজেরিয়ান এই ফুটবলার আজ বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন।

যে আশা নিয়ে এলিটা কিংসলেকে মাঠে নামানো, ওই গোল তিনি করতে পারেননি। দু’টি সুযোগ হাতছাড়া করেছেন। ৬১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও মারেন বার উচিয়ে। ৮৯ মিনিটে তার শট বাম দিকে শরীর ফেলে রুখে দেন সেশেলস এর কিপার।

ম্যাচে বাংলাদেশের জয় সূচক গোলটি অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে। তার স্পট কিকটি বিপক্ষ খেলোয়াড় ব্রেন্ডন শাফাই হেডে দুর্বল ক্লিয়ারেন্সে ছোট বক্সের ওপর থেকে জোরালো হেডে স্বাগতিকদের উল্লাসে মাতান তারিক কাজী। তার আগে প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে গোল করেছিলেন জামাল। ৩৩ মিনিটে তপুর হেড জালে যায়নি অতিথি দেশটির গোলরক্ষকের বাধায়।

২০২১ সালে শ্রীলংকার চার জাতি ফুটবলে পিছিয়ে পড়েও বাংলাদেশের সাথে ড্র করেছিল সেশেলস। কালও তারা সমতার সুযোগ পায়। ৮৭ মিনিটে ম্যাক্সিম ফানসেতের ফ্রি-কিক ক্রস বারে লাগায় জামালদের রক্ষা। ইনজুরি টাইমে তাদের হেডে বাধা গোলরক্ষক জিকো।

বাংলাদেশ দল : জিকো, তপু, তারিক কাজী, জামাল ( রবিউল ৫৫ মি.), রাকিব ( মতিন ৬৫ মি.) সজীব (কিংসলে ৪৬ মি.), ছোট সোহেল রানা (জনি ৯৩ মি.), সোহেল রানা, রিমন, সাদউদ্দিন, মজিবুর জনি (সুমন রেজা ৭৭ মি.)।


আরো সংবাদ



premium cement
রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন

সকল