২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

দেখিয়ে দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ

দেখিয়ে দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। - ছবি : সংগৃহীত

প্রায় ছয় মাস পর মাঠে নামছে বাংলাদেশ, গত বছরের সেপ্টেম্বরের পর আবারো ফুটবল পায়ে দেখা যাবে জামাল ভূঁইয়াদের।

সবকিছু ঠিক থাকলে শনিবার (২৫ মার্চ) সিশেলসের মুখোমুখি হবে টাইগার্স ফুটবলাররা। দুই ম্যাচের সিরিজের প্রথম দ্বৈরথে সিলেটে খেলবে তারা।

ইতোমধ্যেই শেষ হয়েছে প্রস্তুতি, এবার মাঠে নামার পালা। শেষবারের মতো আজ অনুশীলন শেষ করেছে জামাল ভূঁইয়ারা। সিশেলস ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও অনুভব করছেন দেখিয়ে দেয়ার তাড়না। সতীর্থদের স্পষ্ট বার্তা দিয়ে বললেন, ‘দর্শকদের দেখাতে হবে কতোটা ভালো দল আমরা।’

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আমরা অনেক দিন এক সাথে আছি; এক মাসের মতো। কঠোর অনুশীলন করেছি, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখানে এক সপ্তাহ এসেছি। আমরা এই দুই ম্যাচের জন্য প্রস্তুত। দলের সবাই ইতিবাচক। সাফের আগে ভালো ফল দরকার। দর্শকদের দেখাতে হবে আমরা ভালো দল।’

ফিফা র‍্যাঙ্কিং যদিও বাংলাদেশের অবস্থান ১৯২তম, তবে সিশেলসের চেয়ে এগিয়ে সাত ধাপ। যদিও র‍্যাঙ্কিংয়ে ব্যবধান নিয়ে খুব একটা ভাবছেন না জামাল। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রত্যয়ী কণ্ঠে জানালেন, দর্শকদের মুখে হাসি ফোটাতে প্রচেষ্টায় কমতি রাখবেন না তারা।

তিনি বলেন, ‘সিশেলস শারীরিকভাবে খুবই শক্তিশালী। তারা অপেশাদার হলেও তাদের দলে দুই-তিনজন খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। র‍্যাঙ্কিংয়ে নিচের বা ওপরের দিকের দল হোক না কেন, আমাদের প্রচেষ্টা একই থাকে। সিশেলসের বিপক্ষেও তাই থাকবে।’


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

সকল