০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

দর্শকের ফোনে রিপ্লে দেখে গোল বাতিল করায় মিসরীয় রেফারি নিষিদ্ধ


মিসরীয় দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের এক ম্যাচে দর্শকের মোবাইল ফোনে রিপ্লে দেখে গোল বাতিল করার অপরাধে নিষিদ্ধ হয়েছেন রেফারি মোহাম্মদ ফারুক।

গত শুক্রবার আল-নাসর ধারণা করেছিল সুয়েজের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে তারা সমতা সমতা ফিরিয়েছে। মিসরীয় দ্বিতীয় টায়ারের লিগে কোনো ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নেই। কিন্তু ফারুক মোবাইল ফোনে রিপ্লে দেখে হ্যান্ডবলের কারণে তা বাতিল করে। স্বাগতিক দল হ্যান্ডবলের কারণে গোলটি নিয়ে প্রতিবাদ জানালে রিপ্লে দেখার সিদ্ধান্ত নেন ফারুক। এরপর গোলটি বাতিল করেন ফারুক।

চলতি মাসে মিসরীয় রেফারিজ কমিটির প্রধান হিসেবে মার্ক ক্ল্যাটেনবার্গের স্থলাভিষিক্ত ভিটোর পেরেইরা ওই ম্যাচের পুরো রেফারিং স্টাফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে মিসরীয় এফএ জানিয়েছে, ‘ম্যাচটির রেফারি মোহাম্মদ ফারুক ফুটেজ দেখার জন্য মোবাইল ফোন ব্যবহার করেছেন, এই ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি।’

বাতিল হওয়া গোলটির পরপরই সুয়েজ ম্যাচের তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। পুরো ম্যাচে ১৫ মিনিট স্পটেজ টাইম হিসেবে খেলানো হয়েছে। আল-নাসরের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে পুলিশ প্রহরায় ফারুক ম্যাচ শেষে মাঠ ত্যাগ করেন। আইন ভঙ্গ করার কারণে ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে আল-নাসর।

সূত্র : বাসস


আরো সংবাদ


premium cement
৩ ইসরাইলি সেনা হত্যাকারী সেই মিসরীয় সেনা কর্মকর্তার লাশ ফেরত দিলো ইসরাইল ডিআইজি মিজানসহ ৪ জনের মামলার রায় ২১ জুন তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ১৪ আগস্ট মানসিকভাবে আরো শক্তিশালী হতে চান শাহাদাত দিপু ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত কুরআন হাফেজের মৃত্যু বাংলাদেশ মে মাসে ৪.০৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে আওয়ামীপন্থীদের বাধায় নারায়ণগঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদের দোয়া অনুষ্ঠান পণ্ড ছোট বেলায় বাবাকে হারান, বড় ভাই পথ দেখিয়েছেন শাহাদাত দিপুকে বগুড়ায় ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত ‘সমর্থন করলে আজমত উল্লার চেয়ে বেশি ভোট পেত ভাতিজা’

সকল