০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

রমজান মাসে থাকছে প্রিমিয়ার লিগে ইফতার বিরতি

রমজান মাসে থাকছে প্রিমিয়ার লিগে ইফতার বিরতি। - ছবি : সংগৃহীত

রমজান মাসে মুসলিম ফুটবলারদের জন্য বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পুরো রোজার মাসজুড়ে খেলা চলাকালীন ইফতার বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও ইপিএলে আগেও একাধিকবার ফুটবলারদের ইফতারের জন্য খেলা বন্ধ থাকার নজির রয়েছে, তবে এবার আনুষ্ঠানিকভাবেই এই নির্দেশনা দেয়া হয়েছে।

দু‘দিন পরই শুরু হবে পবিত্র রজমান মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমরা রোজা পালন করে থাকেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সরব উপস্থিতি রয়েছে মুসলিম ফুটবলারদের। ফলে রমজান মাসে ম্যাচ চলাকালীন কোনো রকমে রোজা ভেঙে ইফতার করতে দেখা যেত অনেক মুসলিম ফুটবলারদের। তবে এবার সালাহ-মাহরেজ-হামজাদের জন্য দেয়া হচ্ছে স্পেশাল ‘রমাদান ব্রেক।’

ফলে সন্ধ্যার ম্যাচে এখন থেকে খেলোয়াড়রা ইফতারের সময়ে বিরতি পাবেন। সেই সময় অফিসিয়ালরা যেন খেলোয়াড়দের পানাহারের সুযোগ দেন এবং খেলোয়াড়রা যেন পানীয়জাতীয় খাবার বা এনার্জি জেল খেয়ে রোজা ভাঙতে পারেন, সেই নির্দেশনা দেয়া হয়েছে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের রেফারিদের।

তবে ম্যাচ শুরুর আগে যেসব খেলোয়াড়ের বিরতি প্রয়োজন তাদের একটি তালিকা রেফারিকে দিতে হবে ক্লাবগুলোর। এই বিষয়ে ইতোমধ্যেই ম্যাচ অফিসিয়ালদের এই নির্দেশনা ও গাইডলাইন দেয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে রমজানকে বিশেষভাবে বরণ করতে নতুন এক পরিকল্পনার কথা জানায় চেলসি। রমজানের সময় নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতারের আয়োজনের কথা বলেছে প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সফল এই ক্লাবটি। এক বিবৃতিতে তারা জানায়, ‘প্রথম প্রিমিয়ার লিগ ক্লাব হিসেবে উন্মুক্ত ইফতার আয়োজনের উদ্যোগ নিয়ে আমরা উচ্ছ্বসিত।’


আরো সংবাদ


premium cement
জামালপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রের কথা তুলে ধরেন ব্লিঙ্কেন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশী পণ্যের উই হাটবাজার মেলা নির্বাচন ঘিরে বরিশালে বিএনপি-আ’লীগ দু’দলেই বিভেদ ৬০ টাকায় থমকে আছে দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই বরিশাল সিটি নির্বাচন : সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

সকল