২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাফুফেকে বিকল্প ভেন্যু খুঁজতে বলেছে সাফ কর্তৃপক্ষ

বাফুফেকে বিকল্প ভেন্যু খুঁজতে বলেছে সাফ কর্তৃপক্ষ। -

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলে ইনজুরিতে পড়েছে নেপাল ও ভুটানের খেলোয়াড়রা। এ টার্ফেই ২০ থেকে ২৮ মার্চ অনূর্ধ্ব-১৭ মহিলা সাফ হওয়ার কথা। যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে খেলবে রাশিয়াও। তবে সাফ কর্তৃপক্ষ এই ভেন্যু পাল্টাতে বলেছে বাফুফেকে।

সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা টার্ফ নিয়ে অভিযোগ পেয়েছি। নিজেরাও দেখেছি টার্ফ। তাই বাফুফেকে বলেছি বিকল্প ভেন্যুতে এই সাফ আয়োজন করতে। বসুন্ধরা কিংস মাঠে টুর্নামেন্টটি করা যায় কিনা তা দেখতে বলেছি।’

তার মতে, অনূর্ধ্ব-১৭ সাফে উয়েফার অনুদান পাওয়া যাবে। এখন যদি বাজে মাঠে খেলার অভিযোগ উয়েফাতে যায় তাহলে অনুদানটা নাও পাওয়া যেতে পারে।

আনোয়ারুল হক আরো যোগ করেন, ‘আসন্ন সাফে প্রতি দলে ২০ জন খেলোয়াড় থাকবে। দল বেশি হওয়ায় খরচে সমন্বয় করতে ২৩ জনের বদলে ২০ ফুটবলার। এখন কমলাপুরে খেলে যদি প্রতি দলে তিনজন করে খেলোয়াড় ইনজুরিতে পড়ে তাহলে ম্যাচই আয়োজন করা কঠিন হয়ে যাবে।’

উল্লেখ্য পাঁচ দল হওয়ায় খেলাও বেশি হবে আগামী মাসের ওই টুর্নামেন্টে। বাফুফে ভেন্যু বদলের বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছে। বসুন্ধরা কিংস এরিনা পাওয়া না গেলে সিলেট হতে পারে ভেন্যু। বয়সভিত্তিক খেলা হওয়ায় বসুন্ধরায় দিনের আলোতে দু’ম্যাচ আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন সাফ সেক্রেটারি।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল