২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সালোনা

সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সালোনা - ছবি : সংগৃহীত

লা লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সালোনা। গতরাতে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে জাভি হার্নান্দেজের দল। সেই সাথে টানা পঞ্চম জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করেছে কাতালানরা।

শিষ্যদের সতর্ক করে ম্যাচের আগেই বার্সেলোনা কোচ জাভি পরিষ্কার করে দিয়েছিলেন সেভিয়ার রক্ষণ ভাঙা সহজ হবে না। কেননা সেভিয়ার গোলমুখে থাকবেন বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলরক্ষক বোনোউ। জাভির ধারণাই সঠিক ছিল প্রথমার্ধে।

প্রথমার্ধের পুরোটা জুড়ে পরিকল্পিত আক্রমণ চালায় বার্সালোনা। ক্যাম্প ন্যুতে একের পর এক আক্রমণে তখন বিপর্যস্ত সেভিয়া। সফরকারীদের কোণঠাসা করলেও গোলমুখ খুলতে পারেনি কাতালানরা। প্রথমার্ধে কেবল গোলটাই অধরা ছিল স্বাগতিকদের। যেখানে বড় অবদান গোলকিপারের, রবার্ট লেওয়ানডস্কির নেয়া দারুণ দুটি শট বাঁচিয়ে দেন বোনোউ।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলায়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এসে গোলের খাতা খুলে বার্সা। বদলি হিসেবে নামা বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির দারুণ এক পাসে বল জালে জড়ান জর্ডি আলবা। তাতে ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৭০ মিনিটে গোলের দেখা পান গাভি। রাফিনহার বাড়ানো বলে পা লাগিয়ে ব্যবধান ২-০ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

৯ মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন রাফিনহা।জর্দি আলবার সাথে দারুণ বোঝাপড়ায় দলের তৃতীয় গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি কেউ।

এই হারের ফলে সেভিয়া এখন রয়েছে পয়েন্ট তালিকার ১৬-তে। ২০ ম্যাচ থেকে মাত্র পাঁচটি জয় পেয়েছে তারা। দলটির পয়েন্ট ২১।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল