২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেদনায় নীল হয়ে হলুদ ব্রাজিলের বিদায়

বেদনায় নীল হয়ে হলুদ ব্রাজিলের বিদায় - ছবি : সংগৃহীত

বিদায় ব্রাজিল! পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হার, কাটল না ২০ বছরের খরা, সেমিফাইনালে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেলেন নেইমাররা। অতিরিক্ত সময়ে নেইমারের গোলেও লাভ হলো না।

প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করতে থাকে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে খেলার জন্য একটুও খোলা জায়গা দিচ্ছিল না তারা। বলের নিয়ন্ত্রণ বেশি ছিল ক্রোয়েশিয়ার পায়ে। মূলত প্রতি আক্রমণে গোলের চেষ্টা করছিল ক্রোয়েশিয়া।

অবশেষে ১০৫তম মিনিটে গোল করে হলুদ উৎসবে সমর্থকদের মাতান নেইমার।

ব্রাজিলের সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ।

এ গোলের মাধ্যমেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

এর আগে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলের গোল না হওয়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ৩০ মিনিট পায় দুই দল। মূল ও অতিরিক্ত সময় মিলে ১-১ এ ড্র হওয়াই খেলা গড়ায় পেনাল্টিতে।

অতঃপর পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার ম্যাচের জয়ী দল। যেই ম্যাচ মাঠে গড়াবে আজ রাত ১টায়।


আরো সংবাদ



premium cement