২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আর্জেন্টিনাকে নিয়ে ভাবছেন না থিয়াগো

আর্জেন্টিনাকে নিয়ে ভাবছেন না থিয়াগো - ছবি : ইন্টারনেট

দুই ল্যাতিন দেশ। ফুটবলে তারা একে অপরের চির শত্রু। উরুগুয়ে- আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বিতার যুগের অবসান। এখন চলে ব্রাজিল এবং আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বিতা।

বাংলাদেশের জনগণও এই দু’দেশকে সমর্থনে দু’দলে বিভক্ত। তাহলে কী কাতার বিশ্বকাপে এই দু’দলের দেখা হবে সেমিফাইনালে।

৯ ডিসেম্বর রাতে ব্রাজিল টপকাতে পারে ক্রোয়েশিয়াকে আর আর্জেন্টিনা জিততে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে তাহলে শেষ চারের ম্যাচে দেখা হবে সেলেসাও ও আলবিসেলেস্তেদের। তবে এখন আর্জেন্টিনার প্রসঙ্গে ভাবতেই চান না ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। চেসলির খেলা এই ফুটবলারের মাথায় এখন শুধুই ক্রোয়েটরা।

কাল রাতে মিক্সড জোনে এলেন এই স্টপার ব্যাক। সেমিতে তো আপনারা পাচ্ছেন আর্জেন্টিনাকে। এমন প্রশ্নে একটি বিস্মিতই হলেন থিয়াগো। জানান, ‘আর্জেন্টিনার প্রসঙ্গ এখন কেন আসছে। এখনোতো কোয়ার্টার ফাইনালের খেলা বাকি। আমাদের জিততে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। আর আর্জেন্টিনাকেও জয় পেতে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। তবেই তো ব্রাজিল-আর্জেন্টিনার সাক্ষাতের বিষয়।’

তিনি যোগ করেন, ‘আমরা এখন ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচ নিয়েই ভাবছি, অর্জেন্টিনা নয়।’ গোলের পর কোচসহ দল বেঁধে নৃত্য নিয়ে বলেন, ‘আমরা হোটেলে এই নাচের অনুশীলন করে এসেছি।’


আরো সংবাদ



premium cement