১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্পেনকে হারিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে মরক্কোর উদযাপন

স্পেনকে হারিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে মরক্কোর উদযাপন - ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ফিলিস্তিনি পতাকা নিয়ে বিজয় উদযাপন করেছে আফ্রিকান দেশটির খেলোয়াড়রা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বিজয়ের পর মরক্কোর অনেক খেলোয়াড় তাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা তুলে ধরে। তারা এমনকি ম্যাচের পর তোলা গ্রুপ ছবিতেও ফিলিস্তিনি পতাকা দোলায়।

মরক্কোর স্ট্রাইকার আবদুল রাজ্জাক হামদাল্লাহ ফিলিস্তিনি পতাকা বহন করেন, স্টেডিয়ামে ফ্যানদের সামনে তা প্রদর্শন করেন।

কানাডার বিরুদ্ধে ম্যাচের সময়ও মরক্কোর খেলোয়াড়রা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিল।

মঙ্গলবার গোলশূন্য ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে স্পেনকে ৩-০ গোলে পরাজিত হয়। কোয়ার্টার ফাইনালে মরক্কো খেলবে পর্তুগালের বিরুদ্ধে।

২০০২ সালে তুরস্কের পর এই প্রথম আরব, মধ্যপ্রাচ্য বা মুসলিম কোনো দেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠল।

এই আসরে ফিলিস্তিন না থাকলেও তাদের জাতীয় পতাকা পুরো ইভেন্টে ব্যাপকভাবে প্রদর্শিত হচ্ছে।

মরক্কো, তিউনিসিয়াসহ বিভিন্ন আরব দেশের ফ্যানরা ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করছে, কাঁধে ফিলিস্তিনি শাল পরছে। তারা ফিলিস্তিনি অধিকারের প্রতি পুরো বিশ্বকাপজুড়ে সংহতি প্রকাশ করছে। তারা দোহার হটস্পট ও টুরিস্ট গন্তব্যগুলোতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনসূচক স্লোগান দিচ্ছে। ঐতিহাসিক সুক ওয়াকিফে 'ফিলিস্তিন মুক্ত করো' শব্দগুলো শোভা পাচ্ছে।

কাতারের ২.৯ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় আড়াই লাখ।

সূত্র : মিডলইস্ট আই ও ইয়াহু

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল