২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ব্রাজিল ঝড়ে প্রথমার্ধেই লণ্ডভণ্ড দক্ষিণ কোরিয়া

- ছবি : সংগৃহীত

প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে ব্রাজিল। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে রয়েছে তারা। ব্রাজিলের হয়ে চারজন ভিন্ন ভিন্ন খেলোয়াড় ৪টি গোল করেছেন। ভিনিসিয়াস জুনিয়রের প্রথম গোলের পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। বাকি দুটো গোল করেছেন ব্রাজিলের নম্বর নাইন রিচার্লিসন ও লুকাস পাকুয়েতা।


কাতারের স্টেডিয়াম ৯৭৪ -এ শেষ ষোলর দ্বৈরথে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নক আউটে উঠেছে ব্রাজিল। বিপরীতে 'এইচ' গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।

একাদশে আজ ফিরেছেন নেইমার,যা সেলেসাওদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চোট পেয়ে ৯ দিন মাঠের বাইরে ছিলেন তিনি।

আজ মাঠে নামার সাথেই বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার সংখ্যায় কাফু এবং দুঙ্গাকে ছুঁয়ে ফেলে নতুন রেকর্ড গড়লেন থিয়াগো সিলভা। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ১১তম ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন থিয়াগো।

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার ওপর চড়াও হয় ব্রাজিল। ৭ মিনিটের মাথাতেই এগিয়ে যায় তারা। রাইট ফ্ল্যাংক ধরে রাফিনহার বাড়ানো পাসে গোল করে শুরুতেই দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।

দ্বিতীয় গোলের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি সেলেসাওদের। ম্যাচের ১৩ মিনিটের মাথায় রিচার্লিসনকে ডিবক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। রোলান্ডো এবং পেলের পরে,তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের তিনটি ভিন্ন আসরে গোল করার রেকর্ড গড়লেন নেইমার। ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ ৬ টি গোলই এসেছে পেনাল্টি থেকে।

দুটো গোল খাওয়ার পর কিছুটা হুঁশ ফেরে দক্ষিণ কোরিয়ানদের। এবারে পাল্টা-আক্রমণের চেষ্টা করে দলটি। বল পায়ে পেয়ে ডিবক্সের বাইরে থেকে ব্রাজিলের গোলবার লক্ষ্য করে শট নেন আগের ম্যাচে গোল করা হুয়াং হি চ্যান। অ্যালিসন বেকার বা দিকে ডাইভ দিয়ে শটটি সেভ করেন।


২৯ মিনিটতম সময়ে অধিনায়ক থিয়াগো সিলভার বাড়ানো পাস থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন ব্রাজিলের নাম্বার নাইন রিচার্লিসন।


৩৬ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে চতুর্থ গোলটি করেন লুকাস পাকুয়েতা।


আরো সংবাদ



premium cement