১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নেইমারকে মিস করেছি আমরা : তিতে

নেইমারকে মিস করেছি আমরা : তিতে - ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি দলের সেরা তারকা ফুটবলার নেইমার। তারপরও মিডফিল্ডার কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারায় ব্রাজিল। সুইসদের বিপক্ষে ম্যাচে নেইমারকে মিস করেছেন বলে জানান ব্রাজিলের কোচ তিতে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তিতে জানান, নেইমার দুর্দান্ত খেলোয়াড়। তাকে মিস করাটাই স্বাভাবিক।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিলো ব্রাজিল। ওই ম্যাচেই গোঁড়ালিতে চোট পান স্ট্রাইকার নেইমার। ম্যাচের ৮০ মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

ইনজুরির কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি নেইমার। দলের সেরা তারকা না থাকলেও কাঙ্ক্ষিত জয় ঠিকই পেয়েছে ব্রাজিল। ম্যাচের ৮৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন কাসেমিরো।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। স্ট্রাইকারদের ভুলে গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা। নেইমারের অভাব হাড়ে-হাড়ে টের পেয়েছেন কোচ তিতে। ম্যাচ শেষে স্বীকার করতে ভুল করেননি তিনি।

তিতে বলেন, ‘নেইমারের দুর্দান্ত খেলোয়াড়। তার আলাদা স্কিল আছে। সে জাদুকরী মুহূর্ত উপহার দিতে পারে। একজন থেকে আরেকজনে ড্রিবল করতে পারে। তার সেই স্কিল আছে।’

তিনি আরো বলেন, ‘সে খুবই আক্রমণাত্মক। আমরা তাকে মিস করি। তার বড় সৃজনশীল শক্তি আছে। সে খুবই কার্যকর। এজন্য আমরা তাকে মিস করেছি। অন্য খেলোয়াড়রাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে।’

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয় নিয়ে খুশি তিতে। সুইসদের হারিয়েই শেষ ষোল নিশ্চিত করে তারা। তারপরও দলের কাছে আরও বড় জয়ের প্রত্যাশ ছিলো তার।

আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সকল