২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
দক্ষিণ কোরিয়ার ০ : ২ ঘানা

প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে ঘানা

প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে ঘানা। - ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এইচের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও ঘানা। প্রথমার্ধ শেষে মোহাম্মদ সালিসু ও মোহাম্মদ কুদুসের গোলে ২-০ গোলে এগিয়ে রয়েছে ঘানা।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর পর থেকেই দুই দলের খেলায়ই আছে যথেষ্ট পজিটিভ ভাইব। প্রথম থেকেই দুই দল সুযোগ তৈরির চেষ্টা করতে থাকে।

কিন্তু হঠাৎ করেই খেলার ওপর নিয়ন্ত্রণ হারায় ঘানা। তখন দক্ষিণ কোরিয়া বলের ওপর দখলে রেখে খেলা নিয়ন্ত্রণ করতে থাকে। ম্যাচ শুরুর মাত্র ২২ মিনিটেই ৭টি কর্ণার পায় দক্ষিণ কোরিয়া। এদিকে তখন খেলায় স্ট্রাগল করতে থাকে ঘানা।

এরপর ম্যাচের ২৪ মিনিটে লিড পায় ঘানা। জর্ডান এউইয়ের ক্রস থেকে গোল করেন ঘানার ডিফেন্ডার মোহাম্মদ সালিসু। ১-০ গোলের লিড পায় ঘানা। এরপর ভিএআর চেক করা হয়।

ভিএআরের মাধ্যমে গোল টিকে গেলে নতুনভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ঘানা। এরপর ঘানা খেলার নিয়ন্ত্রণ ফিরে পায় ঘানা। আক্রমণের মাত্রা বাড়াতে থাকে দ্যা ব্ল্যাক স্টাররা।

ম্যাচের ৩৪ মিনিটে আবারো গোলের দেখা পায় ঘানা। জর্ডান এউইয়ের ক্রস থেকে গোল করেন ঘানার খেলোয়াড় মোহাম্মদ কুদুস । ২ -০ গোলের লিড পায় ঘানা। এরপর প্রথমার্ধের বাকি অংশে খেলা নিয়ন্ত্রণে রাখে ঘানা। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ঘানা।


আরো সংবাদ



premium cement