২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আজ মাঠে নামছে ফুটবল পরাশক্তি ব্রাজিল

আজ মাঠে নামছে ফুটবল পরাশক্তি ব্রাজিল - ছবি : ইন্টারনেট

আজ রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও সার্বিয়া।

হেক্সা মিশনের স্বপ্নে ব্রাজিলের সবচেয়ে বড় বাধা হতে পারে মিডফিল্ড এবং ডিফেন্সের দূর্বলতা। ফ্রেড, ফ্যাবিনহোদের নিয়ে সাজানো ব্রাজিলের মিড এবং দানি আলভেজ, ব্রেমারদের নিয়ে সাজানো ডিফেন্সে কাউন্টার এ্যাটাকে গোল খাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর প্রতিবারের মতো এবারের ইউরোপীয়ান জুজুতে আটকা পরার একটা ভয় কাজ করতে থাকে ব্রাজিলিয়ানদের মনে। এবারের বিশ্বকাপে বড় বড় দলগুলোর অঘটন দেখেও ব্রাজিল ভক্তদের কপালে চিন্তার ভাজ পরতে পারে।

এবারের বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বললেও ভুল হবে না। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ও জাপানের কাছে জার্মানির হারের পর ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ম্যাচটি। ব্রাজিল সমর্থকেরা যেমন দলের জয় চাইছে, তেমনি আর্জেন্টিনা ও জার্মানির সমর্থকরাও মনে-প্রাণে ব্রাজিলের পরাজয় কামনা করছেন! এই লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা যেমন হেরেছিল, তেমনি ব্রাজিলের পরাজয় চাইছেন বাংলাদেশসহ বিশ্বের কোটি আর্জেন্টাইন ভক্ত।

তবে সবকিছুই দূর করা সম্ভব ব্রাজিলের এ্যাটাকিং লাইনআপ ভালো করলে। আর সবচেয়ে বড় দায়িত্বটা থাকবে নেইমার জুনিয়রের কাঁধে। এই সিজনে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই বছর করেছেন ১৫ গোল এবং ১২ এসিস্ট। এছাড়া আরেকটা দারুণ রেকর্ড হাতছানি দিচ্ছে নেইমারকে। আর মাত্র দু’গোল করলেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা পেলের ৭৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন নেইমার। ব্রাজিলের হয়ে নেইমারের বর্তমান গোল ৭৫টি।

আরো দু’জন অ্যাটাকার রিচার্লিসন এবং ভিনিসিয়াস জুনিয়রও আছেন দারুণ ছন্দে। তিনজন একসাথে জ্বলে উঠতে পারলে যেকোনো দলের জন্যই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারা।

তাছাড়া ইতিহাস, ঐতিহ্য, পরিসংখ্যান, শক্তিমত্তা বিচারে স্বাভাবিকভাবেই এগিয়ে ব্রাজিল। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দু’দলই রয়েছে দারুণ অবস্থানে। সার্বিয়া সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতে ড্র করলেও ব্রাজিল অপরাজিত আছে সবগুলো ম্যাচেই, কোনো ম্যাচে ড্র-ও করেনি। র‍্যাঙ্কিংয়েও সার্বিয়া রয়েছে ২১তম অবস্থানে, অন্যদিকে ব্রাজিল ফিফা র‍্যাঙ্কিং-এর শীর্ষে থেকেই বিশ্বকাপে এসেছে!

সার্বিয়া তাদের সাম্প্রতিক ম্যাচে বাহরাইনকে ৫-১ গোলে হারিয়েছে। ডাচ ক্লাব আয়াক্সের আ্যাটাকার ডুসান টাদিক এবং জুভেন্টাস স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ, সাম্পডোরিয়া মিডফিল্ডার ফিলিপ ডুরিকিক এবং ফিওরেন্টিনা স্ট্রাইকার লুকা জোভিচও রয়েছেন দারুণ ফর্মে, এদের গোলেই জয় নিশ্চিত হয়েছে সার্বিয়ার।

ব্রাজিলও রয়েছে দারুণ অবস্থানে। সর্বশেষ প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে হারিয়েছে ৫-১ গোলে। জোড়া গোল করেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। এছাড়াও গোল করেছেন রিচার্লিসন, নেইমার ও পেদ্রো।

ব্রাজিলের আ্যাটাকিং লাইন নিয়ে কোচ তিতেকে অবশ্য খুব বেশি ভাবতে হচ্ছে না। হেক্সা মিশনে আসা এবারের ব্রাজিল দল যে দারুণভাবে তারকাসমৃদ্ধ। দলে আছেন নেইমার, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এন্টনি ও পেদ্রো-র মতো পরিচিত মুখ।

এর আগে দু’বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও সার্বিয়া। দু’বারই জিতেছে ব্রাজিল। তবে ফুটবলে কথা ইতিহাস বলে না, কথা বলে মাঠের খেলা। আগের রেকর্ড ভেঙে সার্বিয়া নতুন ইতিহাস গড়তে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়!


আরো সংবাদ



premium cement